ভুটানের বিপক্ষে দুই ম্যাচেই জয় চান জামাল

প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বরের দুই প্রীতিম্যাচ সামনে রেখে সোমবার থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। কিংস অ্যারেনাতে মঙ্গলবার সন্ধ্যায় প্রথম অনুশীলনও সেরে নিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ক্যাম্পে যোগ দিতে এসে এবারের মৌসুমে কোনো দল না পাওয়া জামাল ভূইয়া অনেক ইসু্য তুলে ধরেন। জানালেন ভুটানে দুই প্রীতি ম্যাচেই জয়ের লক্ষ্য বাংলাদেশের। ভুটানের উদ্দেশে রওনা দেওয়ার আগে ঢাকায় তিনদিনের মতো অনুশীলনের সুযোগ পাচ্ছে দল। তবে খেলোয়াড়দের আগে থেকে নিয়মের 'ফর্দ' ধরিয়ে দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখানে খাওয়া, ঘুম, প্রস্তুতি নিয়েছিল নির্দেশনা। জামালও বললেন, মৌসুমের বিরতির তিন মাসে সারাক্ষণ কোচের নজরদারিতে ছিলেন তারা, 'ভ্যাকেশন সবসময় ভালো লাগে। এবার একটু বেশি লম্বা ছিল। মাঝখানে অনেক কিছু হয়েছে দেশের মধ্যে। কোচ সবাইকে একটা প্রোগ্রাম দিয়েছিলেন, যে অনুসরণ না করবে, তাকে বাদ দেবে। কোচ খুবই কড়া। প্রায় প্রতিদিনই জিজ্ঞেস করে, কি করেছ, কি খেয়েছ, রানিং করছ? প্রমাণ পাঠাতে হবে, এসব নিয়ে আমরা ব্যস্ত ছিলাম।' 'তিন মাস হয়ে গেছে শেষ ম্যাচ খেলেছি। ক্যাম্পের শুরুতে হয়তো ছন্দ একটু কম থাকবে। কিন্তু দলে প্রায় একই খেলোয়াড়, আমরা প্রায় দুই বছর একসঙ্গে আছি। তবে তিন মাসের বিরতি, তাই আমি মনে করি, শুরুতে একটু সমস্যা হবে। তবে আমরা সবাই একসঙ্গে লম্বা সময় কাটিয়েছি, তো সমস্যা নেই।' যোগ করেন জামাল। ভুটানের বিপক্ষের দুই ম্যাচ নিয়ে প্রত্যাশাও পরিষ্কার জানিয়ে দিলেন জামাল। ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন ফুটবল সমর্থকগোষ্ঠী ও সাবেকদের তোপের মুখে থাকা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে ক্যাম্প নিয়ে কোনো আলোচনা এবার হয়নি বলেও জানালেন অধিনায়ক, 'আমি মনে করি, ভুটানের চেয়ে আমার দল ভালো। অবশ্যই যে কোনো দলের বিপক্ষে। কিন্তু ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে ভুটানের সঙ্গে খেলতে হবে, আমাদেরও এই চ্যালেঞ্জ নিতে হবে। দুইটা ম্যাচ জিততে চাই। ৬ পয়েন্ট নিতে চাই। তাহলের্ যাঙ্কিংয়ে ভালো হবে। ভুটানে চ্যালেঞ্জ হবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। টার্ফে মনে হয় খেলা। তবে আমরা এগুলো ওভারকাম করতে পারি। এবার সভাপতির সঙ্গে আলোচনা করিনি। দেশে অনেক পরিবর্তন হয়ে গেছে, তবে আশা করি, সভাপতি ক্যাম্পে আসবেন, তখন আলোচনা করব।' জামাল বলেন, '(ফুটবলকে) অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই। আমি জানি, ফুটবলটা একটু নিচে নেমে গেছে। আশা করি, এ বছর না, সামনের বছর আবার উপরে উঠবে। আমি চাই, ফুটবল সবসময় এক নম্বর, অন্য খেলা ঠিক আছে। ক্রিকেট, আর্চারি আছে, কিন্তু আমি চাই, ফুটবল এক নম্বর খেলা হোক।' সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা উত্তরসূরিদের শুভকামনা জানাতেও ভোলেননি জামাল। আজ শিরোপা লড়াইয়ে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, 'ইনশালস্নাহ ফাইনালে জিতবে। অনূর্ধ্ব-২০ দল দেখলাম, খুবই শক্তিশালী দল। সবাই তো মনে হয় বিপিএলে খেলছে। আমি মনে করি, ওদের (জয়ের) ভালো সুযোগ আছে।' বলেন জামাল ভুইয়া।