স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরার লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্য থেকে সামান্যই দূরে লাল-সবুজরা। আজ নেপালের আনফা কমপেস্নক্সে বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে স্বাগতিক নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দল। একই গ্রম্নপে থাকায় গ্রম্নপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি বাংলাদেশের। তবে ভুল শুধরে পরের ম্যাচেই (সেমি ফাইনাল) ভারতের বিপক্ষে জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের যুবারা। আজ নেপালকে তাদের ঘরের মাঠে হারিয়ে দিয়ে শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে চাচ্ছে মারুফুল হকের শিষ্যরা।
গ্রম্নপ পর্বে শ্রীলংকার বিপক্ষে (২-০) গোলের জয় দিয়ে শুরু করলেও শেষ ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরে গ্রম্নপ চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। আজকের ম্যাচটা তাই একদিকে যেমন শিরোপা জয়ের চ্যালেঞ্জ নেওয়ার, অন্যদিকে প্রতিশোধেরও। সবশেষ ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার তাই হারানো শিরোপা পুনরুদ্ধারেরও মিশন লাল-সবুজদের।
বাংলাদেশের কোচ মারুফুল হক বলেছেন, 'আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলব, চ্যাম্পিয়ন হব। যদিও গ্রম্নপ পর্বে নেপালের কাছে হেরেছি। এরপর খেলোয়াড়দের নানানভাবে উজ্জীবিত করেছি। তাদের ইচ্ছা ছিল ভালো কিছু করার। ভারতের বিপক্ষে সেটা তারা করতে পেরেছে। আমি খুশি। এ ছাড়া আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমাদের প্রজন্ম ভারতের বিপক্ষে জিততে চায়। এখন জেতায় তারা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে।'
মারুফুল জানিয়েছেন আজ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল, 'নেপাল ভালো দল। তাদের মেধাবী খেলোয়াড়ও আছে। আশা করি ভালো ম্যাচ হবে। আমার মনে হয় সবাই খুশি হয়েছে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠায়। তারা সবসময় ভালো দল। এখন আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। নেপালের মাঠ সবসময় বাংলাদেশের জন্য পয়মন্ত। ফুটবল ৫১ ভাগ প্রস্তুতি ও পরিকল্পনা, বাকি ৪৯ ভাগ ভাগ্য। এখন দেখা যাক কী হয়।'
ফাইনালের আগে অবশ্য বাংলাদেশের দুঃসংবাদ। অনূর্ধ্ব ২০ দলে বাংলাদেশের মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ মাঠে থাকতে পারছেন না গুরুত্বপূর্ণ এই ম্যাচে। সোমবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে আঘাত পেয়েছিলেন। সেই আঘাত গুরুতর। তাই ফাইনাল খেলার পরিবর্তে দেশে ফিরতে হচ্ছে শ্রাবণকে। দলের ম্যানেজার খন্দকার রকিবুল ইসলাম কাঠমান্ডু থেকে শ্রাবণের ইনজুরি সম্পর্কে বলেন, 'চোখের নিচে বেশ আঘাতই পেয়েছে সে। এখানকার ডাক্তারদের পরামর্শ সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত সেটা দেশেই করানো। কাল রাতে হাসপাতালেই ছিল এখন এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজই (মঙ্গলবার) না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। এমনি এখন স্বাভাবিক রয়েছে।'
বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সিনিয়র দলেও খেলেছেন। বয়স বিশের নিচে হওয়ায় অনূর্ধ্ব ২০ দলের হয়েও খেলছেন। শ্রাবণ ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন আসিফ। টাইব্রেকারে দুই শট ঠেকিয়ে তিনি বাংলাদেশের জয়ের নায়ক হন। ফাইনালে তার ওপরই ভরসা রাখবে বাংলাদেশ। ১৮ আগস্ট ৬ দেশ নিয়ে শুরু হয় এবারের সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপ। আজ শিরোপা লড়াই দিয়ে পর্দা নামতে যাচ্ছে টুর্নামেন্টের।