দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিবীয়দের সিরিজ জয়
প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ৩০ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে ক্যারিবীয়দের জয়ে মূল ভূমিকা রাখেন রোমারিও শেফার্ড। ত্রিনিদাদ ও টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা স্কোরবোর্ডে তোলে ৬ উইকেটে ১৭৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়।
উইন্ডিজের ব্যাটারদের মধ্যে কেউ ফিফটি না পেলেও একাধিক উলেস্নখযোগ্য ইনিংস ছিল। ওপেনার শাই হোপ ২২ বলে ২ চার ও ৪ ছক্কায় করেন ৪১ রান। আরেক ওপেনার অ্যালিক অ্যাথানাজে খেলেন ২৮ রানের ইনিংস। অধিনায়ক রোভম্যান পাওয়েল ২২ বলে ৩৫ ও শেরফেন রাদারফোর্ড ১৮ বলে ২৯ রান করেন। অতিথি দলের বোলারদের মধ্যে লিজাড উইলিয়ামস ৩৬ রানে নেন ৩ উইকেট। প্যাট্রিক ক্রুগার ঝুলিতে ২ উইকেট ভরেন।
১৮০ রানের লক্ষ্য তাড়ায় ছয় ওভারের পাওয়ার পেস্নতে প্রোটিয়াদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৭১ রান। ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন রায়ান রিকেল্টন (২০) ও রেজা হেনড্রিক্স (৪৪)। শেষ ৩৮ বলে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান, হাতে ছিল ৭ উইকেট। এরপর নামে ব্যাটিং ধস। ট্রিস্টান স্টাবসকে (২৮) দিয়ে শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। মাত্র ২০ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে ম্যাচের পাশাপাশি সিরিজ হারে সফরকারীরা।
ম্যাচসেরা শেফার্ড চার ওভারে মাত্র ১৫ রান খরচায় পান ৩ উইকেট। শামার জোসেফও দখল করেন ৩ উইকেট। স্পিনার আকিল হোসেন
২ উইকেট নেন।