শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে হারের পর পিসিবির চাকরি ছাড়লেন ওয়াকার ইউনিস

ক্রীড়া ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
বাংলাদেশের বিপক্ষে হারের পর পিসিবির চাকরি ছাড়লেন ওয়াকার ইউনিস

তিন সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন

নাকভির উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ইউনিস। চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত

ছিল এই পদের মেয়াদ। স্থায়ীভাবে নিয়োগ পাওয়ার কথা থাকলেও তা হতে পারেনি বাংলাদেশ দলের কারণে। ১০ উইকেটের ব্যবধানে স্বাগতিকদের হারের পর

পদত্যাগ করেছেন তিনি।

রোববার প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারায় বাংলাদেশ। পাকিস্তান হেরে

যাওয়ার পরপরই এই চাকরি

ছেড়ে দেন ওয়াকার ইউনুস।

পিসিবি নতুন করে ক্রিকেট বিষয়ক পরামর্শক পদটির জন্য বিজ্ঞাপন দিলেও ওয়াকার আবেদন করেছেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। আবেদনকারীদের শিগগিরই সাক্ষাৎকার নেওয়া হবে।

অভিজ্ঞ ও কিংবদন্তি পেসারকে নিয়োগ দেওয়া হয়েছিল পাকিস্তান ক্রিকেটের সার্বিক উন্নয়নে। তিনি প্রথমে স্বল্প মেয়াদে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে করে

দীর্ঘমেয়াদে থাকার সিদ্ধান্ত পরবর্তীতে

নিতে পারেন। যদিও পিসিবির

কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব, বিশেষ করে আন্তর্জাতিক ক্রিকেট ও

দলের বিষয়ক সংশ্লিষ্টরা, তার

সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেননি, যা তার অস্বস্তির কারণ

হয়ে দাঁড়ায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে