পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে পাকিস্তান : মহসিন নাকভি

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টেস্ট ফরম্যাটে কখনো হারতে না পারা পাকিস্তানকে এবার ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সেটিও আবার পাকিস্তানের মাটিতে। বাংলাদেশের কাছে হারের পর এখন বেশ বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। দেশটির সাবেক ক্রিকেটাররা শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সমালোচনার পথে যাননি। উল্টো ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বোর্ডপ্রধান হিসেবে নাকভির প্রত্যাশা, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের এমন জয়ে অবশ্য প্রশংসা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে মাসুদ, বাবর, শাহিনদের পাশেই আছেন বোর্ডের চেয়ারম্যান। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৬ উইকেটে ৪৪৮ রান নিয়ে। তাৎক্ষণিকভাবে এমন সিদ্ধান্ত পাকিস্তানের হারের বিশ্লেষণে উঠে এসেছে। এ ছাড়া একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার না খেলানো, পিচের আচরণ বুঝতে না পারা নিয়েও কথা বলেছেন অনেকে। পিসিবির চেয়ারম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। প্রথমেই বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট দল চমৎকার খেলেছে। ম্যাচের পুরোটা সময় অটল থেকেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার বলে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের অভিনন্দন।' সিরিজের পরের টেস্ট করাচিতে হওয়ার কথা থাকলেও সেখানে সংস্কারকাজ চলার জন্য ম্যাচটি রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। ৩০ আগস্ট শুরু হওয়া পরের ম্যাচে পাকিস্তান ভালো করবে বলে আশাবাদী নাকভি, 'দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান দলের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে তারা খেলতে পারেনি। ইনশাআলস্নাহ, পাকিস্তান দল পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।' এদিকে বাংলাদেশের এমন সাফল্যে পাকিস্তানেরও অবদান দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। বলেন, 'বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। তাদের মোবারকবাদ। কিন্তু এই জয়ে পাকিস্তানও অনেক অবদান রেখেছে। পাকিস্তানের দল নির্বাচন খারাপ, স্পিনার সংকট, আত্মবিশ্বাসের সংকট, ব্যাটিংও ভালো করেনি, ম্যাচ হাতের মুঠোয় রাখবে ভেবে আগেই ডিক্লিয়ার করে দেওয়া- এসব। টেস্ট ক্রিকেট যেমন হাসায়, তেমন কাঁদায়ও।' রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।