ইয়ামাল-লেভানদোভস্কির গোলে জয় বার্সার

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর রবার্তো লেভানদোভস্কি ও ইয়ামালসহ বার্সার খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট
দৃষ্টিনন্দন এক গোলে দলকে পথ দেখালেন লামিনে ইয়ামাল। বিরতির আগে সমতা টেনে ঘুরে দাঁড়ায় আথলেতিক বিলবাও। কিন্তু পরে আর তেমন কিছু করতে পারেনি তারা। শেষ দিকে রবার্তো লেভানদোভস্কির গোলে টানা দ্বিতীয় জয় পেল হান্সি ফ্লিকের দল। স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সা। দুই ম্যাচে শত ভাগ সাফল্যে বার্সেলোনার পয়েন্ট হলো ৬। সমান ৬ পয়েন্ট সেল্টা ভিগোরও। এদিন ম্যাচের শুরু থেকে পজিশন ধরে রেখে আক্রমণের চেষ্টা করতে থাকে বার্সেলোনা। ইয়ামালের নৈপুণ্যে এবং কিছুটা ভাগ্যের ছোঁয়ায় ২৪ মিনিটে এগিয়েও যায় তারা। ফ্রি-কিকে বার্সেলোনার প্রথম প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক পাদিলা, তবে বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল বক্সের বাইরে পেয়ে, জায়গা বানিয়ে জোরাল বাঁকানো শট নেন ইয়ামাল, বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে ঠিকানা খুঁজে নেয়। আর এই দলের বিপক্ষে গত জানুয়ারিতে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালেও একক নৈপুণ্যে চমৎকার একটি গোল করেছিলেন ইয়ামাল। ম্যাচটি অবশ্য হেরে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের ৩৭ মিনিটে আবারও ইয়ামাল জাদুর দেখা মেলে। দারুণ ড্রিবলিংয়ে আক্রমণে উঠে তিনি খুঁজে নেন রাফিনহাকে, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাস দেন লেভানদোভস্কিকে। কিন্তু ভাগ্যের ফেরে পোলিশ স্ট্রাইকারের শট পোস্টে লাগে। পাঁচ মিনিট পর সমতার স্বস্তি ফেরে বিলবাও শিবিরে। বিলবাও ফরোয়ার্ড আলেহান্দ্রো রেমিরোকে ডি-বক্সে বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি ফাউল করলে ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন ওইয়ান সানসেত। ম্যাচের ৫৭ মিনিটে দুর্ভাগ্য ফের বাধা হয়ে দাঁড়ায় বার্সেলোনার সামনে। এবারও রাফিনহা খুঁজে নেন লেভানদোভস্কিকে, বক্সে তারকা এই স্ট্রাইকার ছিলেনও অরক্ষিত। কিন্তু ছয় গজ দূর থেকে তার হেড লাগে পোস্টে। তবে তৃতীয় প্রচেষ্টায় সফল হন লেভানদোভস্কি। পেদ্রির বক্সে বাড়ানো বলের কাছাকাছি পৌঁছেও হাতে রাখতে পারেননি পাদিলা, চলে যায় লেভানদোভস্কির কাছে। প্রতিপক্ষের এমন উপহার পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। এবারের লিগে দুই ম্যাচে তিন গোল হলো ৩৬ বছর বয়সি এই তারকার। গত সপ্তাহে ভালেন্সিয়ার মাঠে দলের ২-১ ব্যবধানের জয়ে বিরতির আগে-পরে দুই গোল করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।