আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে আছে বছর দুয়েক ধরে। নতুন শুরুর সম্ভাবনা আর ছিল না। আইপিএল পারফরম্যান্সেও ছিল ভাটার টান। চোটের ছোবল তো ছিলই। সব মিলিয়ে শেষের ডাক শুনতে পারছিলেন শিখর ধাওয়ান। সেই ডাকে শেষ পর্যন্ত সাড়া দিলেন তিনি। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার ও ঘরোয়া খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ভারতীয় এই ব্যাটসম্যান।
সামাজিক মাধ্যমে শনিবার সকালে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন ৩৮ বছর বয়সি ভারতীয় এই ক্রিকেটার। তার কণ্ঠে আবেগের ছোঁয়া থাকলেও মুখে লেগেছিল এক চিলতে হাসি। তিনি বলেন, 'জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি আমি, যেখানে পেছনে তাকালে এক স্মৃতিগুলোই চোখে ভাসে, আর সামনে তাকিয়ে দেখি পুরো দুনিয়া। আমার সবসময়ই একটি লক্ষ্য ছিল, ভারতের হয়ে খেলা। সেটি হয়েছেও। এজন্য অনেকের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথমে আমার পরিবার, ছেলেবেলার কোচরা, আমার সব সতীর্থ, যাদের সঙ্গে অনেক বছর খেলেছি, আরেকটি পরিবার পেয়েছি, নাম গড়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি।'