বয়স কেবল ১৭ বছর। এরই মধ্যে বিশ্বের বড় বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন এস্তেভো উইলিয়ান। পালমেইরাস একাডেমির
প্রধানের চোখে নেইমারের পর ব্রাজিলের সেরা ফুটবলার তিনি। দুর্দান্ত ড্রিবলিং দক্ষতার জন্য ব্রাজিলে তাকে ডাকা হয় 'মেসিনিহো' বা ছোট মেসি নামে। দারুণ প্রতিভাবান এই উইঙ্গার এবার জায়গা করে নিয়েছেন ব্রাজিল জাতীয় দলে। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য এস্তেভোকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ জুনিয়র দরিভাল। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের একাডেমি থেকে গত বছরের ডিসেম্বরে মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। এই পরিসংখ্যান আহামরি কিছু নয় মোটেও। তবে নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে নজর কেড়েছেন তিনি।
ব্রাজিল দল : গোলরক্ষক: আলিসন, এদেরসন, বেন্তো (আল নাস্?র)। ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরালেদা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনহোস। মিডফিল্ডার: আন্দ্রে, ব্রম্ননো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা। ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস হেনরিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও সাভিনিহো।