বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পুরানের তান্ডবে বিধ্বস্ত প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
পুরানের তান্ডবে বিধ্বস্ত প্রোটিয়ারা

বিপর্যয়ের মধ্যে দুর্দান্ত এক ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের রান এনে দিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। কিন্তু নিকোলাস পুরান যখন ছন্দে থাকেন, কোনো লক্ষ্যই তো তখন খুব বড় নয়! সঙ্গে জ্বলে উঠলেন শাই হোপ ও আলিক আথানেজ। তাদের ব্যাটের আগুনে পুড়ে ছাই প্রোটিয়াদের আশা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০-তে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুক্রবার ২০ ওভারে প্রোটিয়ারা তোলে ১৭৬ রান। ক্যারিবিয়ানরা তা পেরিয়ে যায় ১৩ বল বাকি রেখে। এই মাঠের ১০ ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়ার রেকর্ড এটিই। আগে ব্যাটিং পেয়ে স্টাবসের ৪২ বলে ৭৬ রানে ভর করে ১৭৪ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় স্বাগতিক দল। ওপেনার আথানজে ৩০ বলে ৪০ করার পর হোপ ৩৬ বলে ৫১ আর মাত্র ২৬ বলের উপস্থিতিতে ৬৫ রানের তান্ডব তোলেন পুরান।

১৭৫ রানের লক্ষ্যে নেমে দারুণ

শুরু পায় ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে