সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দুটি হবে ৫ ও ৮ সেপ্টেম্বর। এ লক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে সেই দলটি পূর্ণাঙ্গ নয়। আপাতত ১৪ জনের তালিকা দিয়েছেন এই কোচ। চলতি মৌসুমে কোনো ক্লাবে ঠাঁই না হলেও ক্যাবরেরার দলে আছেন মিডফিল্ডার জামাল ভুঁইয়া।
ক্যাবরেরার দলে আছেন তিন গোলরক্ষক। এরা হলেন মিতুল মার্মা, মোহাম্মদ হোসাইন সুজন, পাপ্পু হোসেন। রক্ষণে আছেন মেহেদী হাসান, রহমত মিয়া, ইসা ফয়সাল, মো. শাকিল হোসাইন। মধ্যমাঠে আছেন মোহাম্মদ হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি জামাল ভুইয়া ও জায়েদ আহমেদ। আরও আছেন দুই ফরোয়ার্ড শাহরিয়ার ইমন ও আরমান ফয়সাল আকাশ। আগামীকাল
২৬ আগস্ট এই ফুটবলারদের নিয়ে শুরু হতে
যাচ্ছে জাতীয় দলের ক্যাম্প।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, '২৬ আগস্ট থেকে আমাদের ক্যাম্প শুরু হবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে। অনুশীলন হবে বসুন্ধরার প্র্যাকটিস ফিল্ড আর কিংস অ্যারেনাতে। আমরা ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা হব ৩০ আগস্ট। ৫ ও ৮ তারিখ আমাদের দুটি ম্যাচ আছে। ৯ সেপ্টেম্বর আমরা ঢাকায় ফিরব।'
'আপাতত ১৪ জন ফুটবলারকে সে (ক্যাবরেরা) ডেকেছে। বাকি বসুন্ধরা কিংস, অনূর্ধ্ব ২০ সাফের ম্যাচ দেখে সেখান থেকে আগামী ২৯ তারিখ সে ২৩ জনের চূড়ান্ত দলের তালিকা দিয়ে দেবে।' যোগ করেন তুষার।
তবে ভুটান ম্যাচের আগে এখন পর্যন্ত কোনো অনুশীলন ম্যাচ ঠিক করেনি বাফুফে। সেখানে গিয়ে নিজেদের
মধ্যেই অনুশীলন করবেন জামাল ভুইয়ারা। তবে তুষার জানিয়েছেন তারা চেষ্টা করে যাবেন অনুশীলন ম্যাচের ব্যবস্থা করতে। কিন্তু ভুটানে যেহেতু লিগ চলমান তাই সেটা বেশ কঠিন হবে। '
কোচ ক্যাবরেরা বলেন, 'ভুটানে গিয়ে ম্যাচ খেলাটা বেশ চ্যালেঞ্জিং হবে। তাদের লিগ চলমান আছে। সবাই অনুশীলনের মধ্যে আছে। আমাদের ঘরের মাঠে ম্যাচ খেলার ইচ্ছা ছিল। সেটিই প্রাধান্য দিয়েছিলাম। কিন্তু এখন ভুটানে গিয়ে খেলতে হচ্ছে।'