বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

হামজার এনওসির জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে বাফুফের চিঠি

ক্রীড়া ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
হামজা চৌধুরী

বেশ কিছু দিন ধরে চলা গুঞ্জনের সফল সমাপ্তির সম্ভাবনা জেগেছে জোরালোভাবে। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে লাল-সবুজের জার্সিতে খেলার সুযোগ করে দিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল \হফেডারেশন (বাফুফে)। গত মে মাসেও বাফুফের পক্ষ থেকে আশা প্রকাশ হয়েছিল, একদিন হামজা বাংলাদেশের জার্সিতে খেলবেন। এতদিন প্রথম বাধা ছিল, এই ইংলিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট না থাকা। সে ঝামেলার অবসান হয়েছে। এরপরই হামজাকে খেলানোর জন্য এনওসি (নো অবজেশন সার্টিফিকেট) চেয়ে এফএকে চিঠি দেওয়া হয়েছে বলে শনিবার জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, 'আমরা জানতাম ওর (হামজার) পাসপোর্ট হয়েছে, কিন্তু প্রাক-মৌসুম ও প্রিমিয়ার লিগ শুরুর ব্যস্ততায় সে পাসপোর্ট নিতে পারেনি। গতকাল তার বাবা-মা গিয়ে পাসপোর্ট নিয়ে এসেছে দূতাবাস থেকে। ইতোমধ্যেই ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, সে ব্যাপারে একটা এনওসি দিয়েছে আমাদের কাছে। আমরা গতকাল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) চিঠি দিয়ে বাংলাদেশের হয়ে ওর খেলার আগ্রহ জানিয়েছি এবং ওকে এনওসি দেওয়ার জন্য বলেছি, যাতে করে সে বাংলাদেশের হয়ে খেলতে পারে।' এফএর কাছ থেকে ছাড়পত্র মিললে বাফুফে দারস্থ হবে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার পেস্নয়ার স্ট্যাটাস কমিটির। সেখান থেকে অনুমতি মিললেই বাংলাদেশের হয়ে খেলার দরজা খুলবে হামজার জন্য। বর্তমান জাতীয় দলে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। ২৬ বছর বয়সি হামজাকে খেলানোর ক্ষেত্রে তাই তেমন বাধা দেখছেন না বাফুফে সাধারণ সম্পাদক, 'এফএ এনওসি দিলে আমরা অনান্য ডকুমেন্ট ফিফার পেস্নয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো ওকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেওয়ার জন্য। আমরা তাকে বাংলাদেশের হয়ে খেলানোর ব্যাপারে আশাবাদী। যদিও কাজী তারিক রায়হান ও জামাল ভূঁইয়ার চেয়ে এই বিষয়টি একটু আলাদা কিন্তু উদাহরণ (প্রবাসীদের বাংলাদেশের হয়ে খেলার) যেহেতু আছে, আমরা আশাবাদী \হহামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে।' প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা ২০১৫ সালে যোগ দেন লেস্টার সিটিতে। পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন তিনি। লেস্টার সিটির সঙ্গে হামজার চুক্তি রয়েছে \হ২০২৭ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে