বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বিদেশিহীন আবাহনীকে জরিমানা গুনতে হবে?

ক্রীড়া প্রতিবেদক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
বিদেশিহীন আবাহনীকে জরিমানা গুনতে হবে?

ফি বছর ফুটবল মৌসুমে অন্য দলগুলোর সঙ্গে পালস্না দিয়ে দেশি-বিদেশি ফুটবলার দলভুক্ত করাত ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। এই মৌসুমের জন্যও বেশ ক'জন বিদেশি ফুটবলারকে কথা দিয়েছিল ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আকাশি-হলুদ শিবির। জানা গেছে, গত মৌসুমে খেলে যাওয়া ব্রাজিলের মিডফিল্ডার রাফায়েলসহ ঘানা, নাইজেরিয়া এবং সিরিয়া ও নামিবিয়া জাতীয় দলের ছয় ফুটবলারকে নতুন মৌসুমের জন্য প্রাথমিক চুক্তিও করেছিল ক্লাবটি। এমনকি স্প্যানিশ কোচ মারিও রিভেরার সঙ্গে কথাও চূড়ান্ত হয়েছিল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তন, ক্লাবে দুর্বৃত্তদের হামলা, ক্লাবের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পরিচালকের পালিয়ে থাকায় এবার দল গঠনই অনিশ্চিত হয়ে পড়েছে আবাহনীর। প্রথশ দিকে না করেও শেষ পর্যন্ত দলবদলে অংশ নিয়েছে তারা। তবে খুব অল্প পারিশ্রমিকে খেলছেন দেশি অনেক ফুটবলারই। আগে যেখানে দেশি ফুটবলাররা পেতেন ৭০ থেকে ৮০ লাখ টাকা। সেখানে অনেককেই এখন খেলতে হচ্ছে মাত্র পাঁচ থেকে সাত লাখ টাকায়। যদিও অধিক পারিশ্রমিক দিতে পারবেন না বলে শেষ পর্যন্ত আর বিদেশিদের অন্তর্ভূক্ত করেননি ক্লাব কর্তৃপক্ষ। ফলে এই প্রথম সম্পূর্ণ দেশী ফুটবলার নিয়েই বিপিএলে খেলতে নামছে রেকর্ড ছয় বারের চ্যাম্পিয়নরা। তবে বিদেশিদের বাদ দেয়ার কারণে ফিফা আর্থিক দন্ড দিতে পারে-এমন শংকাও রয়েছে টেন্টে। ম্যানেজার নজরুল ইসলাম বলেন, 'আমরা ছয় বিদেশি ফুটবলার এবং বিদেশি কোচের সঙ্গে কথা বলেও তাদের বাদ দিতে বাধ্য হয়েছি।' এখন এই বিদেশিরা ফিফাতে অভিযোগ করলে কি হবে? এমন প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, 'ছাত্র-জনতার আন্দোলনের আগে এই ছয় ফুটবলার ও কোচের সঙ্গে কথা হয়েছিল। আর পটপরিবর্তনের পরও আমরা তাদের সঙ্গে মৌখিকভাবে কথা বলেছি। কেবল ফুটবলাররাই নয়, তাদের এজেন্টদের সঙ্গেও কথা হয়েছে। আশা করি তারা ফিফার কাছে যাবে না। যদিও তাদের সঙ্গে কাগজে কলমে কোনো চুক্তি হয়নি। তারপরও দেখা যাক কী হয়।'

এবার আবাহনী ৩৫ ফুটবলারকে রেজিস্ট্রেশন করিয়েছে। তাদের মধ্যে উলেস্নখযোগ্যরা হলেন- মাহফুজ হাসান প্রীতম, হাসান মুরাদ, শাকিল হোসেন, শাহরিয়ার ইমন, জাফর ইকবাল, মিতুল মারমা, সারোয়ার জামান নিপু, মাহদী ইউসুফ খান, ইয়াসিন আরাফাত, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, এনামুল গাজী, আসাদুজ্জামান বাবলু, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মিরাজুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে