রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ব্যাটার। তবে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না কেউই। সাদমান ইসলাম তো খুব কাছে গিয়ে সাত রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন। চতুর্থ দিনে এসে বাংলাদেশ দলের শতকের আক্ষেপ ঘোচালেন মুশফিকুর রহিম। দিনের প্রথম সেশনে শতক পূর্ণ করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন তিনি। খেলেছেন ১৯১ রানের রেকর্ড গড়া এক ইনিংস। ৩৪১ বল মোকাবিলা করে ২২টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন মুশফিক। এই সেঞ্চুরির মধ্যে দিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে পাকিস্তানের মাটিতে টেস্টে বাংলাদেশের তৃতীয় শতক। টেস্টে মুশফিকের আরও কয়েকটি কীর্তি রয়েছে, যা সাদা পোশাকের মতোই উজ্জ্বল ও ঝলমলে। ২০০৩ সালের পাকিস্তান সফরে করাচি টেস্টে হাবিবুল ও পেশোয়ার টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছিলেন জাভেদ। দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশি ব্যাটাদের হয়ে সেঞ্চুরির খরা মেটালেন এই উইকেটকিপার ব্যাটার। ২০২০ সালে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলেও কেউ সেঞ্চুরির দেখা পাননি আর সেই সফরে যাননি মুশফিক। শুধু যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ব্যাটার হয়ে খরা কাটিয়েছেন তা নয়। এই শতকের মধ্য দিয়ে তিনি টপকে গেছেন সতীর্থ তামিম ইকবালকেও। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে ১২টি সেঞ্চুরি নিয়ে সবার ওপর আছেন মুমিনুল। দ্বিতীয়তে মুশফিক। গতকাল তিনি টপকে গেছেন ১০টি সেঞ্চুরির মালিক তামিমকে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে তামিম ইকবালের পর আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। শুক্রবারই সেই মাইলফলক স্পর্শ করার পর তিনি গতকাল ছাড়িয়ে গেলে ১৫১৯২ রান নিয়ে সবার ওপর অবস্থান করা তামিম ইকবালকে। একদিনে দুইবার টপকে গেলেন তামিমকে এই উইকেটকিপার ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক। সেঞ্চুরি করার পথে টেস্টে ১২ হাজার বল খেলে ফেলছেন দলের এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন 'মিস্টার ডিপেন্ডবল' খ্যাত এই ক্রিকেটার। তার পেছনে আছেন তামিম ইকবাল। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি চার হাঁকানোর দিক থেকেও এগিয়ে আছেন মুশফিক। তিনি চার মেরেছেন ৬৮৭টি। এখানেও তিনি পেছনে ফেলেছেন তামিম ইকবালকে। মুশফিককে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেছিলেন, 'মুশফিক বাংলাদেশ দলের সব চাপ শুষে নিচ্ছে। সে এভাবে ব্যাটিং করে গেলে বাংলাদেশ এই টেস্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বানিয়ে ফেলতে পারে।'