সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। নেপালের আনফা কমপেস্নক্সে আজ প্রথম সেমিফাইনালে 'এ' গ্রম্নপের চ্যাম্পিয়ন স্বাগতিক নেপালের মুখোমুখি হতে যাচ্ছে 'বি' গ্রম্নপের রানার্সআপ দল ভুটান। বাংলাদেশ সময় দুপুর ২.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। 'এ' গ্রম্নপের রানার্সআপ বাংলাদেশের সেমিফাইনাল সোমবার। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন ভারতকে। গ্রম্নপ পর্বের শেষ ম্যাচের ভুলত্রম্নটি শুধরে সেমিফাইনাল জিতে ফাইনালে নাম লেখাতে চায় বাংলাদেশ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতাটি এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০, এই তিন ক্যাটাগরিতে হয়েছে। ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে ভারতের কাছে হেরেই রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেমিফাইনালের প্রতিপক্ষ যে ভারত হবে, তা বাংলাদেশ কোচ মারুফুল হকও ধরে নিয়েছিলেন। নেপালের বিপক্ষে হেরে গ্রম্নপ রানার্সআপ হওয়ার পর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম উলেস্নখ না করলেও দলকে ঠিকই বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ট্রফি নিয়ে দেশে ফিরতে হলে সামনের পথচলায় জিততে হবে প্রতিটি ম্যাচ। শ্রীলংকাকে ২-০ গোলে হারিয়ে গ্রম্নপ পর্ব শুরুর পর নেপালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে ভুটান ও মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচই ভারত জিতেছিল একই (১-০) ব্যবধানে। শনিবার অনুশীলন শেষে নেপাল থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ দলের কোচ মারুফুল হক বলেছেন, 'নেপাল আসার আগে আমরা বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি, ফাইনাল খেলতে এসেছি। কিন্তু আমাদের গ্রম্নপ চ্যাম্পিন হওয়া হয়নি। গ্রম্নপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে আমি বলবে আকস্মিক আমরা একটা গোল হজম করে ফেলেছি। আশা করি খেলোয়াড়রা এটা কাটিয়ে \হউঠতে পারবে।' 'আমাদের পরবর্তি ম্যাচ সেমিফাইনাল, ভারতের সঙ্গে। ভারত বরাবরই শক্ত প্রতিপক্ষ। কঠিন প্রতিপক্ষ হলেও আমরা যা দেখেছি আমাদের খেলোয়াড়দের যে মনোযোগ। গত ম্যাচ থেকে বের হয়ে আসা, বাউন্স ব্যাক করা সেই মানসিকতা নিয়ে আমরা ভারতের সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে ইনশালস্নাহ আমরা ফাইনালে খেলতে পারব।' যোগ করেন মারুফুল। দলের অন্যতম ফরোয়ার্ড মঈনুল ইসলাম মঈন বলেন, 'আলহামদুলিলস্নাহ আমাদের অনুশীলন ভালো হচ্ছে। আমরা ভালো ট্রেনিং করছি। আজ হার্ড ট্রেনিং করেছি। আগামীকাল (আজ) আমাদের রিকভারি সেশন। আমরা পরশুদিন (সোমবার) ম্যাচ খেলব। কোচ যে পরিকল্পনা দিচ্ছেন, সেগুলো আমরা করছি। ইনশালস্নাহ যারা মাঠে খেলবে সবাই আলহামদুলিস্নাহ নিজেদের শতভাগ দিয়েই খেলবে।' নেপাল ম্যাচে জয় হাতছাড়া হলেও সেমিফাইনালে কোনোভাবেই হারতে চায়না বাংলাদেশ। যেহেতু ট্রফি নিয়ে দেশে ফেরার লক্ষ্য মঈন জানালেন নেপাল ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তারা, 'গত ম্যাচটা আমরা হেরেছি। সেখানে আমাদের ভুলত্রম্নটিগুলো হয়েছে সেগুলো আমরা সংশোধন করব। এই তিনদিন সময় পেয়েছি। ট্রেনিংয়ের মাধ্যমে প্রস্তুতি নেব পরবর্তী ম্যাচের জন্য। যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ, নকআউট পর্ব, তাই ম্যাচটা আমরা সেভাবেই খেলব যাতে কোনোমতেই হেরে না যাই।' নেপালে ১৮ আগস্ট থেকে ৬ দল নিয়ে শুরু হয় এবারের অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপ। দুই গ্রম্নপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে শ্রীলংকা ও মালদ্বীপ। দুটি সেমিফাইনালের পর আগামী ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এই বয়সভিত্তিক সাফের।