পিএসজি কোচ তাড়াহুড়া করতে নারাজ

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চলতি দলবদলে খেলোয়াড় কিনতে হুমড়ি খেয়ে পড়ার কোনো প্রয়োজন দেখছেন না পিএসজি কোচ লুইস এনরিকে। মূল্য বিবেচনায় সাধ্যের মধ্যে পেলেই নতুন খেলোয়াড় কিনতে চায় ফরাসি ক্লাবটি। এবারের গ্রিষ্মের ট্রান্সফার উইন্ডোতে খুব বেশি ফুটবলার দলে টানেনি পিএসজি। দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে পাড়ি জমালেও আক্রমণভাগে কেবল একজনকেই নতুন করে যোগ করেছে লিগ আঁর দলটি। ফ্রান্সে দলবদলের শেষ সময় আগামী ৩০ অগাস্ট। যেকোনো খেলোয়াড়কে হারানোই কোচের জন্য দুর্ভাবনার। তবে বিকল্পের খোঁজের তাড়াহুড়া করতে নারাজ পিএসজির কোচ লুইস এনরিকে, 'এটা (রামোসের চোট) হতাশার, কোনো খেলোয়াড়কে হারানো সবসময়ই দুঃখজনক। তবে এতে আমাদের ভাবনায় পরিবর্তন হবে না। আমাদের খুব ভালো একটি দল আছে, স্কোয়াডে থাকা সবার ওপর আমার অগাধ আস্থা আছে। আমাদের এই দলটি এরই মধ্যে লিগ শিরোপা জিতেছে। তাই আমরা ট্রান্সফার উইন্ডো পর্যবেক্ষণ করছি এবং কোনো খেলোয়াড়কে স্বাভাবিক মূল্যে পাওয়া যায় কিনা, সেটা দেখব। অবিশ্বাস্য মূল্য হলে আমরা কিনব না। আমরা তাড়াহুড়া করছি না।'