প্যারালিম্পিকের দল ছোট করলেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী ২৯ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে দুই আরচারের সঙ্গে আরও ১১ জন ফ্রান্স যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। গত ১৮ জুলাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১৩ জনের সরকারী অনুমোদনও (জিও) প্রদান করেছিল। দুই ক্রীড়াবিদের সঙ্গে এত মানুষ কেন? এ নিয়ে ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠলে তা নজরে আসে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। তিনি ৬ জনের নাম বাদ দিয়ে ৭ জনের দলকে ফ্রান্স যাওয়ার অনুমতি দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্ত অনুযায়ী, প্যারিসে যে ৭ জনের দল যাবেন, তারা হলেন- বাংলাদেশ প্যারালিম্পিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবদুস সালাম (আয়োজক কমিটির অতিথি), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ও প্যারালিম্পিক কমিটির উপ-মহাসচিব ফখরুদ্দিন হায়দার (হেড অব ডেলিগেট), মনিরুল ইসলাম (ফিজিশিয়ান), আসিফ সোবহান (টিম অফিসিয়াল), নিশিথ দাস (কোচ), ঝুমা আক্তার (আরচার), আল আমিন (আরচার)। যাদের নাম ছেঁটে ফেলা হয়েছে তারা হলেন- প্যারালম্পিক কমিটির সভাপতি আব্দুস সালামের সঙ্গী হিসেবে তার স্ত্রী রেবেকা সুলতানা, প্যারালিম্পিক কমিটির মহাসচিব মাকসুদুর রহমান, শেফ ডি মিশন ফখরুদ্দিন হায়দারের সঙ্গী নিগার হায়দার, প্যারা আরচারির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহসানউলস্নাহ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক।