আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে ন্যয়ার

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
জার্মানির গোলপোস্টে ছিলেন দুর্বার। জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ম্যানুয়েল ন্যয়ার। বুধবার জার্মানির গস্নাভস জোড়া তুলে রাখার ঘোষণা দিলেন ৩৮ বছর বয়সি এই গোলরক্ষক। জার্মানির মিডফিল্ডার ইলকাই গুন্ডোগান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দুই দিন পরই এলো ম্যানু্যয়েল ন্যয়ারের অবসরের ঘোষণা। জার্মানিতে অনুষ্ঠিত ইউরো দিয়ে গত মাসে পেশাদার ফুটবলকে বিদায় জানান জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এরপর জাতীয় দলকে বিদায় বলেন দলটির ফরোয়ার্ড টমাস মুলার। অবসরের সেই দলে এবার যোগ দিলেন ন্যয়ার। ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেক হয়েছিল ন্যয়ারের। তারপর থেকে খেলেছেন ১২৪টি ম্যাচ। সবশেষ ইউরোতে প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। কোয়ার্টার ফাইনালে তার দল হেরে যায় স্পেনের কাছে। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটাই হয়ে দাঁড়ালো তার শেষ ম্যাচ। সোস্যাল মিডিয়ায় অবসরের ঘোষণা দিয়েছেন তিনি এক আবেগঘন পোস্টে, 'এই দিনটা একসময় আসতোই। জার্মান জাতীয় দলের সঙ্গে আজ আমার ক্যারিয়ার শেষ হলো। যারা আমাকে চেনেন, তারা প্রত্যেকে জানেন এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না।' ন্যয়ার আরও লিখেছেন, 'সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৫ বছরেরও বেশি আগে আমার অভিষেক হয়েছিল। ওইসময় খুব নার্ভাস ছিলাম। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব নিঃসন্দেহে ব্রাজিলে বিশ্বকাপ জেতা। যদি আমি পেছনে ফিরে তাকাই, তাহলে বলবো যে আমার সতীর্থদের সঙ্গে মাঠে থাকা এবং ৭ বছর ধরে অধিনায়কত্ব করতে পেরে আমি খুব গর্বিত এবং কৃতজ্ঞ।' 'আমার ক্যারিয়ার ষোলোকলায় পূর্ণ হলো, কারণ ইনজুরি থেকে ফিরে এসে ঘরের মাঠে ইউরো খেলতে পেরেছি। ফেডারেশনে যারা আমার সঙ্গে ছিল, বিশেষ করে কোচ ও গোলকিপিং কোচ ও স্টাফ- আমরা ছিলাম একটি পরিবার। আমার সতীর্থরা, যাদের সঙ্গে খেলা ও ট্রেনিংয়ে অনেক মজার সময় কাটিয়েছি, সবাইকে আমি পছন্দ করতাম। আমাকে সমর্থন দেওয়ার জন্য ভক্তদের বিশেষ ধন্যবাদ। তারা সবসময় সমর্থন দিয়ে গেছে। জার্মান জাতীয় দলের জার্সি পরতে ভালোবাসতাম। অনেক অনেক ধন্যবাদ।'- শেষ করেন ন্যয়ার।