অ্যাস্টন ভিলায় এমিলিয়ানোর দীর্ঘ মেয়াদি চুক্তি

প্রকাশ | ২৩ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এমিলিয়ানো মার্টিনেজ
অ্যাস্টন ভিলাতে এমিলিয়ানো মার্টিনেজের চুক্তির মেয়াদ দীর্ঘ হলো আরও। নতুন চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলকিপার। ২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর। ৩১ বছর বয়সি মার্টিনেজ আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন ২০২০ সালে। চুক্তির পরিমাণ ছিল ১৭ মিলিয়ন পাউন্ড। এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে ৩৪ প্রিমিয়ার লিগ ম্যাচে তার ক্লিন শিট ছিল ৯ ম্যাচে। উনাই এমেরির দল চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। এই গ্রীষ্মেও আর্জেন্টিনার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।