সরকার পরিবর্তনের পর দেশে যে পরিবর্তনের হাওয়া বইছে তার ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেট বোর্ডসহ বেশ কয়েকটি ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্তারা পদ হারিয়েছেন। দায়িত্বে এসেছেন নতুন কেউ। আগামী ২৮ আগস্ট থেকে প্যারিসে বসছে প্যারালিম্পিক গেমস। এই পরিস্থিতির মধ্যেই সেখানে ১৬ সদস্যের দল পাঠাচ্ছে বাংলাদেশ প্যারালিম্পিক কমিটি। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই ১৬ সদস্যের দলে ক্রীড়াবিদের সংখ্যা মাত্র ২ জন!
প্যারিস প্যারালিম্পিকে বাংলাদেশ যে দল পাঠাচ্ছে তার সরকারি আদেশ (জিও) হয়েছে গত ১৮ জুলাই। জিওর তালিকা অনুযায়ী, দলের দুই ক্রীড়াবিদ হচ্ছেন আল আমিন ও ঝুমা আক্তার। দুজনই খেলবেন আর্চারি ইভেন্টে। তাদের সঙ্গী হিসেবে যাচ্ছেন কোচ নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম। দলের বাকি ১২ সদস্য যাচ্ছেন কর্মকর্তা পরিচয়ে। এই দলে আছেন কমিটির মহাসচিব মাকসুদুর রহমান, দলনেতা হিসেবে আছেন উপমহাসচিব ফখরুদ্দিন হায়দার। সঙ্গী হিসেবে আছেন তার স্ত্রীও। তবে জিওতে উলেস্নখ আছে তার স্ত্রী যাচ্ছেন নিজ খরচে। প্যারালিম্পিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্যসাবেক ভাইস চ্যান্সেলর শেখ আবদুস সামাদও যাচ্ছেন সস্ত্রীক। তার স্ত্রীও নিজ খরচে যাচ্ছেন বলে জিওতে উলেস্নখ আছে। এ ছাড়া জিও করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, প্যারা আর্চারির সাধারণ সম্পাদক ফয়সাল আহসান উলস্নাহর নামে। এদের মধ্যে দুই ক্রীড়াবিদ, কোচ, চিকিৎসক ও দলনেতার ব্যয়ভার বহন করছে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি বহন করলেও বাকিদের খরচ দেবে বাংলাদেশ প্যারালিম্পিক কমিটি।
প্যারালিম্পিকের মহাসচিব মাকসুদুর রহমানের দাবি, সফরে কেউই বিনা প্রয়োজনে যাচ্ছেন না। প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্ব নিয়ে যাচ্ছেন। তবে প্যারালিম্পিকের নির্বাহী কমিটির সদস্য পাপ্পু মোদকের দাবি, প্যারিস সফরের ব্যাপারে নির্বাহী কমিটির অনেক সদস্যই অনেক কিছু জানেন না। মহাসচিব অনেক সিদ্ধান্ত সদস্যদের পাশ কাটিয়ে একাই নেন। এমনকি মে মাসের পর আর কোনো সভাই হয়নি এই কমিটির। এদিকে মাকসুদুর রহমানের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরাও। গত রোববার (১৮ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদে এ নিয়ে বিক্ষোভও করেছেন তারা। তবে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন মাকসুদুর রহমান। তার দাবি, সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।