হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে!
প্রকাশ | ২২ আগস্ট ২০২৪, ০০:০০
বাংলাদেশের ক্রিকেটে চলছে হাওয়া বদল। বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বদলে নতুন দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালে চন্ডিকা হাথুরুসিংহের স্বেচ্ছাচারিতা ও বিসিবির সীমাহীন দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে পদত্যাগ করেন ফারুক। তার এই পদত্যাগের নেপথ্যে ছিলেন বর্তমান লংকান কোচ। দায়িত্ব নেওয়ার আগে বিভিন্ন জায়গায় ফারুক হাথুরুসিংহকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা বলেছিলেন। এখন নিজেই সভাপতির দায়িত্বে। এখন কি তিনি হাথুরুসিংহকে বাদ দেবেন? সভাপতি হওয়ার পর বুধবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে লঙ্কান কোচকে বাদ দেওয়ার ইঙ্গিতই যেন দিয়ে রাখলেন ফারুক, 'চন্ডিকা হাথুরুসিংহের সঠিক চুক্তির ব্যাপারটা (মেয়াদ) আমি জানি না। আমি কিন্তু আগের অবস্থানেই আছি (হাথুরুর ব্যাপারে বক্তব্য)। আমার মনে হয়, যেটা আমি বলেছি, ওটা থেকে বের হয়ে যাই না।' ২০২৩ সালের ফেব্রম্নয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি। এই অবস্থায় হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বহাল থাকবে কিনা এমন প্রশ্নে ফারুক বলেছেন, 'এখন অফিশিয়ালি আমাকে কিছু জিনিস দেখতে হবে, কীভাবে কী করা দরকার। তার (হাথুরুর) চেয়ে ভালো কাউকে পেলাম কি না বা তার কাছাকাছি বা ছোট কাউকে পেলাম কি না, যে আমাদের ভালো সেবা দিতে পারবে, এটা দেখব। তারপর সিইও আছেন, আমাদের আগে যারা কাজ করেছে তাদের সঙ্গে কথা বলে নেবো। আমি নিজের অবস্থান থেকে সরিনি আসলে।'