বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বিসিবি পরিচালক হলেন ফাহিম

ক্রীড়া ডেস্ক
  ২২ আগস্ট ২০২৪, ০০:০০
.

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বুধবার সচিবালয়ে বিসিবির জরুরি বোর্ড সভায় ফাহিমকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে পরিচালক পদ পান ফাহিম। নাজমুল আবেদীন ফাহিম দীর্ঘদিন ধরে ক্রিকেটের সঙ্গে আছেন। ক্রিকেট কোচ হিসেবে চাকরি শুরু করেন বিসিবিতে। এরপর হাইপারফর্মেন্স বিভাগ, ক্রিকেট একাডেমি, বয়সভিত্তিক দল এবং সর্বশেষ বিসিবির নারী বিভাগে কাজ করেছেন। বিসিবির ছাড়ার পর বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ছিলেন লম্বা সময়। সর্বশেষ বিসিবি নির্বাচনেও অংশ নিয়েছিলেন ফাহিম। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-৩ এ খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়েছেন নাজমুল আবেদীন। সেবার হেরে যান সুজনের কাছে। বিসিবি সংস্কার নিয়ে সরব ছিলেন ফাহিম। সর্বশেষ ১০ আগস্ট বিসিবি সংস্কারের কথা জানিয়েছিলেন গণমাধ্যমে, 'এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি। কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।' এদিকে বিসিবি সভাপতি হওয়া ফারুক আহমেদও এনএসসির প্রতিনিধি হিসেবে পরিচালক পদ পান। ফারুক-ফাহিমের জন্য পদ ছাড়তে হয়েছে জালাল ইউনুস-সাজ্জাদুল আলম ববিকে। জালাল পদত্যাগ করলেও ববি ছেড়ে দেন এনএসসির ওপর। তাকে অব্যাহতি দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে