বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

স্বর্ণ জিততে না পারায় পদত্যাগ করলেন অঁরি

ক্রীড়া ডেস্ক
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
স্বর্ণ জিততে না পারায় পদত্যাগ করলেন অঁরি

চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। তবে আগেভাগেই ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন দেশটির সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন অঁরি। তার চুক্তি ছিল ২০২৫ সালের জুন পর্যন্ত।

প্যারিস অলিম্পিকে পুরুষদের ফুটবলের ফাইনালে স্পেনের বিপক্ষে দলের হারের কয়েকদিন পরই সরে দাঁড়ালেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী অঁরি। তার কোচিংয়ে অলিম্পিকে খেলে ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দল। অথচ চুক্তি অনুসারে ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার। সাবেক ফরাসি ফরোয়ার্ড আগেভাগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। যার পেছনে 'ব্যক্তিগত কারণ'-কে উলেস্নখ করেছেন তিনি।

১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই তারকা ফরাসি ফুটবলের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, 'ফরাসি ফুটবল ও ফিলিপে দিয়ালোকে (সভাপতি) আমার ধন্যবাদ জানাতেই হবে। যারা চমৎকার এই দায়িত্বের ভার আমাকে দিয়েছে। অলিম্পিকে দেশের হয়ে রূপা জেতা আমার জীবনের অন্যতম গর্বের একটি অর্জন হয়ে থাকবে।'

অঁরির অলিম্পিক দলটি মূলত অনূর্ধ্ব-২৩ সদস্যদের নিয়ে গড়া ছিল। নিয়ম অনুযায়ী তিনজন ছিল তার চেয়ে বেশি বয়সি। ফাইনালে আসার আগে তারা আর্জেন্টিনা, মিশরকে হারিয়েছে। অতিরিক্ত সময়ে শুধু ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে