বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে অজি অধিনায়ক হিলি

ক্রীড়া ডেস্ক
  ২১ আগস্ট ২০২৪, ০০:০০
বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে অজি অধিনায়ক হিলি

শেখ হাসিনা গণ-অভু্যত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। এরপর সংসদ ভেঙে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। গণ-অভু্যত্থানে বলপ্রয়োগের ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠেনি। এখনো কিছু মানুষ নিখোঁজ, হাসপাতালে কাতরাচ্ছে আহত মানুষ। এমন অবস্থায় শঙ্কা জেগেছে বাংলাদেশে মেয়েদের টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে।

অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে এখানে আসন্ন মেয়েদের টি২০ বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। এই মুহূর্তে বাংলাদেশে কীভাবে ক্রিকেট খেলা হতে পারে, মানবিক দিক বিবেচনায় সেটি তার কাছে বোধগম্য হচ্ছে না।

এ বিষয়ে হিলি বলেন, 'এই মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট আয়োজন করা এবং যে দেশটি সত্যিই ভুগছে, তাদের পুঁজি অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, এখন তাদের পাশে সবাইকে প্রয়োজন।'

এই মুহূর্তে চারটি দেশ তাদের নাগরিককে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এই তালিকায় হিলির দেশ অস্ট্রেলিয়াও আছে। হিলি বলেন, 'এ মুহূর্তে মানুষ হিসেবে সেখানে খেলার ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না। মনে হয়, এটা একটা ভুল কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি আমি আইসিসির ওপর ছেড়ে দেব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে