মিরপুরে ব্যস্ত সময় কাটালেন ক্রীড়া উপদেষ্টা

প্রকাশ | ২০ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিসিবি একাডেমি মাঠে টি২০ বিশ্বকাপ সামনে রেখে অনুশীলন করতে থাকা বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় পাশেই নবনির্মিত ইনডোরে ডাকা হয় নিগার সুলতানা জ্যোতির দলকে -ওয়েবসাইট
অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বরণ করে নিতে মিরপুরে ব্যস্ত সময় পার করছিলেন বিসিবির স্টাফরা। কারণ, প্রথমবার ক্রিকেট বোর্ড পরিদর্শন করতে মিরপুরে আসার কথা ছিল এই উপদেষ্টার। কিন্তু তার আগেই বিসিবিতে প্রবেশ করেন তামিম ইকবাল খান। সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর ঘণ্টাখানেক পর বিসিবিতে প্রবেশ করেন যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবির অবকাঠামো ঘুরে দেখতে প্রায় ৩ ঘণ্টা সময় কাটান \হমিরপুর স্টেডিয়ামে। এদিন আসিফ মাহমুদকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম জানান, বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য বিসিবিতে আসেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করবেন তামিম। এরপরই আসতে পারে সিদ্ধান্ত। বিশেষ করে তাকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড থেকে। সেটারই চূড়ান্ত ফল আসার কথা ছিল। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে তিনি আর যে ফিরবেন না তা অনেকটাই নিশ্চিত। তাই তামিমের সঙ্গ এবার দলে ফেরা নিয়ে কথা বলবেন নির্বাচকরা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই বিসিবিতে যে মিটিং করতে এসেছেন তামিম তাও অনেকটাই নিশ্চিতভাবে বলা যায়। বিসিবি কার্যালয়ে সভা করে বিকাল ৪টার দিকে বেরিয়ে যান আসিফ মাহমুদ। গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। সকালে নতুন উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি ক্রীড়া সাংবাদিকদের গ্রম্নপে জানান দুপুরে বিসিবিতে আসবেন আসিফ মাহমুদ। তখনই জানানো হয় সংবাদমাধ্যমের সঙ্গে সোমবার কথা বলবেন না তিনি। তবে বিসিবির নিজস্ব ডিজিটাল পস্ন্যাটফর্মে আসিফ মাহমুদ বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সুবিধাদি আছে তা ঘুরে দেখছি, আজ (সোমবার) বিকেএসপিতেও যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিষদসহ বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যে অবস্থা আছে সেগুলো দেখতে চেয়েছিলাম। সেটা ঘুরে ঘুরে দেখলাম সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে বিশ্বকাপ খেলবে। এখানে যে উন্নয়নের ব্যাপারগুলো আছে তা নোট নিলাম। আশা করি সামনে এগুলো ঠিক করে দিতে পারব।'