বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

জয়ে রাঙালো বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
রবার্তো লেভানদোভস্কি

জোড়া গোল করে দু্যতি ছড়ালেন পোলিশ স্ট্রাইকার রবার্তো লেভানদোভস্কি। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শুভ সূচনা করল হান্সি ফ্লিকের শিষ্যরা। শনিবার রাতে নতুন মৌসুমের প্রথম ম্যাচে প্রতিপক্ষের মাঠ মেস্তায়া স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ফলে কাতালানদের নতুন কোচ হান্সি ফ্লিকের শুরুটা হয়েছে দারুণ। গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারা দলটি জাভি হার্নান্দেজকে বিদায় করার পর নতুন করে ফ্লিককে

দায়িত্ব দিয়েছে।

ইনজুরির কারণে বার্সেলোনা এখন খর্বশক্তির। ইলকায় গুন্দোগান, পেদ্রি, গাভি, রোনাল্ড আরাউহো, ফ্রেঙ্কি ডি জং এবং আনসু ফাতিদের সবাই চোটগ্রস্ত। নিউ সাইনিং দানি ওলমো ফিন্যান্সিয়াল ফেয়ার পেস্নর নিয়মে এখনো লা লিগায় নিবন্ধন করতে পারেননি। তাই জার্মান কোচ ফ্লিককে প্রথম ম্যাচের একাদশ সাজাতে সৃষ্টিশীলতার পরিচয় দিতে হয়েছে। তীব্র গরমের মাঝে শুরুর একাদশে জায়গা দিয়েছেন ১৭ বছরের মার্ক বেরনাল, লামিনে ইয়ামাল ও পাউ কুবরাসিকে।

তার পরেও শুরুতে তাদের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে ভ্যালেন্সিয়া। রাফা মির তো তাদের হয়ে গোলের কাছেও চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪৪ মিনিটে লিড পেয়ে যায় তারা। হেড করে জাল কাঁপান হুগো দুরো। এক মিনিট বাদে আরেকটি গোল পেতে পারতো ভ্যালেন্সিয়া। অবিশ্বাস্যভাবে গোললাইন থেকে সেটি ক্লিয়ার করেছেন কুবরাসি। দারুণ এই চেষ্টা বার্সাকে ম্যাচে রাখতে পারে শেষ পর্যন্ত। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে স্কোর লাইনে সমতা ফেরান লেভানদোভস্কি। যার পেছনে অবদান বার্সার সম্মিলিত প্রচেষ্টার।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে ভ্যালেন্সিয়া ডিফেন্ডার ক্রিস্থিয়ান মোসকেরা বক্সের মাঝে রাফিনহাকে ফেলে দিলে বার্সা পেনাল্টি উপহার পায়। যেখান থেকে সহজে জাল কাঁপান পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। কাতালানরা এগিয়ে যাওয়ার পর পর মুহূর্তেই মোমেন্টাম বদলে যায় ম্যাচের। বেশ কয়েকবার ব্যবধান বাড়ানোর সুযোগ বার্সা পেয়েছিল। বিপরীতে ভ্যালেন্সিয়া শুরুর ঝলক আর শেষ পর্যন্ত দেখাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে