দুর্দান্ত প্রত্যাবর্তনে টপ অ্যান্ড টি২০ লিগের ফাইনালে উঠেছিল বাংলাদেশ হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে শেষটা ভালো করতে পারেননি আকবর বাহিনী। শিরোপা জয়ের লড়াইয়ে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে শিরোপাজয়ের আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ এইচপিকে।
আসরজুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। তবে ফাইনালে এসে খেই হারালেন তারা। নিজেদের সেরাটা দিতে পারেননি আবু হায়দার রনি-রিপন মন্ডলরা। তাতে বড় সংগ্রহ গড়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
রোববার অস্ট্রেলিয়ার ডারউইনে আগে ব্যাট করে এইচপিকে ১৭০ রানের বড় লক্ষ্য দেয় অ্যাডিলেইড। জবাব দিতে নেমে ১৩৭ রানেই গুটিয়ে যায় আফিফ-ইমনরা। এতে ৩২ রানের জয়ে ট্রফি ঘরে তোলে স্বাগতিক ক্লাব অ্যাডিলেইড স্ট্রাইকার্স।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জিশান আলম ও তানজিদ হাসান তামিম। তবে মোমেন্টাম ধরে রাখতে পারেননি জিশান। ১৯ বলে ১৮ রান করে আউট হয়ে যান তিনি। এদিন আলো ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পারভেজ হোসেন ইমনও (৩)।
২৯ বলে ৩৫ রান করে ফিফটির আক্ষেপ নিয়ে ফেরেন তানজিদ তামিম। এরপর আফিফ ১৮ রান করে আউট হলে ৮৬ রানে ৬ উইকেট হারায় এইচপি। এরপর কিছুটা লড়াই করেন মাহফুজুর রহমান রাব্বি (২১)।
শেষদিকে রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ৬ বলে ১২ রান ও রিপন মন্ডল নেন ১৩ বলে ১১ রান। অবশেষে ১ বল বাকি থাকতেই ১৩৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ এইচপি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে দলীয় ৫ রানের মাথায় ওপেনার জ্যাক উইন্টারকে রানআউট করে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন আবু হায়দার
ও উইকেটরক্ষক আকবর আলী। তবে বোলিংয়ে সুবিধা করতে পারেননি রনি। অ্যাডিলেইডকে উদার হস্তে রান উপহার দিয়েছেন তিনি।
৪ ওভার বলে ৪৬ রান খরচ করেছেন এই পেসার। তার অনিয়ন্ত্রিত বোলিংয়ে রানের পাহাড়ে চড়েছে অ্যাডিলেইড। দ্বিতীয় উইকেটে হ্যারি ম্যাথিয়াস ও টম ও 'কর্নেল ৫৯ রানের জুটি করে দলকে এগিয়ে নেন। ম্যাথিয়াস ১৯ রানে ফিরলেও ফিফটি তুলে নেন ও'কর্নেল। আফিফ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৫৩ রানে ঝোড়ো ইনিংস খেলেন ও'কর্নেল। শেষ পর্যন্ত অধিনায়ক লিয়াম স্কটের (৩০), রায়ান কিংয়ে (৩৫) ও স্যাম রাহালির ২০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় পুঁজি পায় অ্যাডিলেইড। বাংলাদেশের হয়ে দুটি উইকেট পান রিপন।
একই দিন স্বাগতিক ক্লাব নর্দার্ন টেরিটরিকে (এনটি) হারিয়ে ফাইনালে উঠে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট। আগে ব্যাট করতে নেমে লাল-সবুজের প্রতিনিধিরা শামীম হোসেন পাটোয়ারীর ৪১ রানের সুবাদে প্রথম ইনিংসে ১৩৮ রানের পুঁজি দাঁড় করায়। ছোট হলেও সেই রানে এইচপি ডিফেন্ড করতে পেরেছে রিপন-রাকিবদের দুর্দান্ত বোলিংয়ে। যার বিপরীতে নর্দান টেরিটরি মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায়।
আরেক সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৩০ রানে হেরেছে পাকিস্তান শাহিনস। ফলে ফাইনালে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেইড।