বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

জয়ে শুরু পিএসজির

ক্রীড়া ডেস্ক
  ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
জয়ে শুরু পিএসজির

কিলিয়ান এমবাপে চলে গেছেন লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে। যে কারণে তারকা এই ফুটবলারকে ছাড়াই মৌসুমের প্রথম অফিসিয়াল ম্যাচে মাঠে নামতে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। ফরাসি লিগ ওয়ানের ২০২৪-২০২৫ মৌসুমের উদ্বোধনী ম্যাচে অবশ্য পিএসজিকে এমবাপের অভাব বুঝতে দেননি ডেম্বেলে-বাকোঁলা-কোলো মুয়ানিরা। শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচে লে হ্যাভরকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। এতে প্রমাণিত হয়েছে, এমবাপেকে ছাড়াও জ্বলে উঠতে পারে সর্বশেষ মৌসুমের চ্যাম্পিয়নরা।

এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল এটি। গত ১২ মৌসুমে ফরাসি লিগে ছিল পিএসজিরই আধিপত্য। কিন্তু এমবাপে চলে যাওয়ার পর নতুন করে নিজেদের গড়ে তুলতে হচ্ছে তাদের। এই মৌসুমে অন্যতম তরুণ দল তাদের। বলা যায়, নতুন প্রজন্ম দিয়েই শুরুটা করতে হচ্ছে। এদিন বাম উইংয়ে শুরুর একাদশে ছিলেন ১৬ বছর বয়সি ইব্রাহিম বায়ে। তৃতীয় মিনিটে ২৩ বছর বয়সি দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড লি ক্যাং ইনের গোলে অগ্রগামিতা পায় তারা। কড়া চ্যালেঞ্জে আবার গনকালো রামোসের ইনজুরিতে ধাক্কাও খেতে হয়েছে পিএসজির। ২০তম মিনিটে তার বদলি হয়ে নামেন রোন্ডাল কোলো মুয়ানি। মাঠে নেমে ২৫ মিনিটের মাথায় প্রভাব রাখতে শুরু করেছিলেন তিনি। দুর্ভাগ্য তার শট গিয়ে লাগে বারে। বিরতির পর লে হাভরের লরিস ৪৮ মিনিটে সমতা ফেরালে ম্যাচটা ভারসাম্যে চলে আসে। কিন্তু তখনো শেষের খেলাটা জমিয়ে রাখে পিএসজি। ৮৪ মিনিটে অবশেষে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় তারা। ওসমান দেম্বেলের গোলে স্কোর হয় ২-১। এরপর গোলের তুবড়ি ছুটিয়েছে তরুণ্যনির্ভর পিএসজি। এক মিনিট বাদে স্কোর ৩-১ করেন ২১ বছর বয়সি ব্র্যাডলি বার্কোলা। শেষ মিনিটে কোলো মুয়ানি পেনাল্টি থেকে চতুর্থ গোলটি যুক্ত করেন। তরুণদের আধিপত্যের দিন আরেক ১৯ বছর বয়সি তরুণ জোয়াও নেভেস অ্যাসিস্ট করেছেন দুটি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে