পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়!

প্রকাশ | ১৮ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী ২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের স্কোয়াডে আছেন মাহমুদুল হাসান জয়। তবে চোটের কারণে এই সিরিজে তার খেলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র পাকিস্তান সিরিজ থেকে জয়ের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে ডাক পাবেন কোনো ওপেনার। জাতীয় দলের সিরিজের আগে দুই দেশের 'এ' দলের মধ্যে একটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি হয়েছে ইসলামাবাদে। সেখানে খেলতে গিয়েই চোটে পড়েছেন জয়। প্রথম ইনিংসে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন তরুণ এই ওপেনার। যার ফলে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র সফল ব্যাটার ছিলেন জয়। তরুণ এই ওপেনার একাই করেছেন দলের অর্ধেক রান। ১১৬ বল খেলে করেছিলেন ৬৫ রান। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে পারেননি তিনি। ইনফর্ম এই ওপেনার 'এ' দলের পরের ম্যাচটিতেও খেলতে পারবেন না। যে কারণে ইসলামাবাদ থেকে দলের সঙ্গে রাওয়ালপিন্ডিতে যাবেন না তিনি। এই ব্যাটারের ইনজুরিতে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ দল। 'এ' দলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাবর-রিজওয়ানদের বিপক্ষে বড় কিছু করার আশা ছিল জয়ের। শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হচ্ছে এই ডানহাতি ব্যাটারকে।