সেপ্টেম্বর উইন্ডোতে হামজার খেলা অনিশ্চিত!
প্রকাশ | ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আগামী ২-১০ সেপ্টেম্বর ফিফা উইন্ডো। এই সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীকে খেলানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের পাশাপাশি অনেক আনুষ্ঠানিকতা বাকি থাকায় আসন্ন উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে হামজার খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ হয়ে আসছে।
বাংলাদেশের হয়ে খেলার অন্যতম শর্ত পাসপোর্ট। হামজা চৌধুরীর পাসপোর্ট সপ্তাহ দুয়েক আগে প্রস্তুত হয়েছে। তবে এখনো সংগ্রহ করেননি তিনি। পাসপোর্ট সংগ্রহ না করায় পরবর্তী ধাপের কর্মকান্ড শুরু করতে পারেনি বাফুফে। হামজা প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন,'হামজার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। হামজার ব্যস্ততায় এখনো পাসপোর্ট রিসিভ করতে পারেনি। পাসপোর্ট রিসিভ করার আগপর্যন্ত আমাদের কিছু করণীয় নেই। পাসপোর্ট গ্রহণের পর আমরা পরবর্তী প্রক্রিয়া ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এফএ এবং ফিফায় আবেদন করব।'
বাফুফের তথ্য মতে হামজার পাসপোর্ট লন্ডনস্থ হাইকমিশনে রয়েছে। সেই পাসপোর্ট রিসিভ করে বাফুফে বরাবর হামজাকে একটি চিঠি দিতে হবে যে, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলায় বাফুফে তখন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে অনাপত্তিপত্র চাইবে। ইংল্যান্ড অনাপত্তিপত্র প্রদান করলে ফিফা পেস্নয়ার স্ট্যাটাস কমিটির কাছে ফাইল উত্থাপন করবে বাফুফে। সেই কমিটি লিগ্যাল বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত প্রদান করবে। সেপ্টেম্বর উইন্ডোর আগে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা বেশ কষ্টসাধ্যই মনে করছেন বাফুফে সাধারণ সম্পাদক, 'আসলে স্বল্প সময়ে এই আনুষ্ঠানিকতা করা একটু চ্যালেঞ্জিংই। বাস্তবিক অর্থে সেপ্টেম্বর উইন্ডোতে তার খেলার সম্ভাবনা মৃদু।'