কষ্টের জয়ে মৌসুম শুরু ম্যানইউর
প্রকাশ | ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। পাল্টা আক্রমণে ভীতি ছড়ালেও জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হচ্ছিল ফুলহ?্যাম। মনে হচ্ছিল, গোলশূন্য ড্র দিয়ে শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন আসর। সেটি হতে দিলেন না জশুয়া জার্কজি। ডাচ স্ট্রাইকারের চমৎকার ফিনিশিংয়ে কষ্টের হলেও জয় দিয়েই অভিযান শুরু করল এরিক টেন হাগের দল। ঘরের মাঠ ওল্ড ট্র?্যাফোর্ডে শুক্রবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে ম্যানইউ। নতুন আসরের উদ্বোধনী ম্যাচের ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেছেন জার্কজি।
দুই দলের সবশেষ দেখায় গত ফেব্রম্নয়ারিত ঘরের মাঠেই ২-১ গোলে হেরেছিল ইউনাইটেড। প্রতিযোগিতার সফলতম দলটি এবার নিল মধুর প্রতিশোধ। সব দিক থেকেই ম্যাচে ছিল তাদের দাপট। ৫৫ শতাংশ সময় বদল দখলে রেখে ১৪ শট নেয় তারা, লক্ষ্যে ছিল পাঁচটি। ফুলহ্যামের ১০ শটের কেবল দুটি ছিল লক্ষ্যে। একটু ঢিমে তালে শুরু হওয়া ম্যাচে নিজেদের গুছিয়ে নিতে বেশ সময় নেয় ম্যানইউ। সেই সুযোগে তাদের বেশ চেপে ধরে ফুলহ্যাম। আদামা ত্রাওরের গতি বেশ ভোগাচ্ছিল স্বাগতিকদের। তবে লিসান্দ্রো মার্তিনেসের তৎপরতায় গোলরক্ষককে তেমন পরীক্ষায় পড়তে হয়নি। ত্রয়োদশ মিনিটে ২৫ গজ দূর থেকে শট নেন ফুলহ্যামের কেনি টেটে। ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন আন্দ্রে ওনানা। প্রথমার্ধে সফরকারীদের এই একটি শটই ছিল লক্ষ্যে। নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যাওয়া ইউনাইটেড এগিয়ে যেতে পারত ২৭তম মিনিটে। ব্যাকপাস পেয়ে বিপদমুক্ত করতে গিয়ে ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো খুঁজে নেন কাসেমিরোকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের কাছ থেকে বল জোরাল শট নেন ব্রম্ননো ফার্নান্দেস। তবে চমৎকার রিফ্লেক্সে পা দিয়ে ঠেকিয়ে দেন লেনো। ৩৭তম মিনিটে সুযোগ পান কাসেমিরো।