প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে আত্মবিশ্বাসী মুশফিক

পাকিস্তানে টেস্ট সিরিজ

প্রকাশ | ১৮ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান শাহীনসদের বিপক্ষে চারদিনের ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি আশা করছেন দ্রম্নত সেরে উঠবেন এবং স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন -ওয়েবসাইট
বেশ অনেকটা দিন বিরতির পর মাঠের খেলায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টি২০ বিশ্বকাপের পর এবারই প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। এর আগে অবশ্য 'এ' দলের মোড়কে অনেকেই খেলেছেন পাকিস্তান শাহিনসদের বিপক্ষে। চার দিনের সেই ম্যাচের ফলাফলে 'ড্র' উলেস্নখ থাকলেও মাঠের খেলায় দেশের ক্রিকেটপ্রেমীদের মন ভরাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান শাহীনসদের বিপক্ষে চার দিনের সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিকের চেয়ে লম্বা ক্যারিয়ার আছে কেবল জিম্বাবুয়ের শন উইলিয়ামসের। তবু মুশফিক এবারে পাকিস্তান সফরে ছিলেন 'এ' দলের সদস্য হয়ে। ড্র ম্যাচে আঙুলে আঘাত পেয়েছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। তবে রাওয়ালপিন্ডিতে সাকিব-শান্তদের সঙ্গে মাঠে নামতে আত্মবিশ্বাসে এই ডান হাতি ব্যাটার। পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচে নেমে ২৭ বলে ১৪ রান করে আউট হন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আর নামাই হয়নি তার। শনিবার গণমাধ্যমের মুখোমুখি মাঠে না নামার কারণও জানিয়েছেন দেশসেরা এই ব্যাটার। তিনি বলেন, 'দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাট করিনি। \হনেটে ব্যাট করার সময় চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রম্নত সেরে উঠবে। জাতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলব।' চার দিনের টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নিয়ে মুশফিক বলেন, '(পাকিস্তানে) এখন পর্যন্ত সবকিছু দারুণ। যদিও ম্যাচটা আমাদের পক্ষে আসেনি। আবহাওয়াও কিছুটা বাদ সেধেছে। আমার মতে, পাকিস্তান শাহিনস অনেক ভালো খেলেছে। বিশেষ করে উমার ভাই অসাধারণ খেলেছেন। বোলাররাও... নাসিম ভাই, মোহাম্মদ আলি, মীর হামজাও বিভিন্ন ধাপে ভালো বোলিং করেছেন। আমাদের 'এ' দলে বেশ কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।' তিনি বলেন, 'কয়েকদিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। \হপ্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।' পারফরম্যান্স ভালো না হলেও চার দিনের এই ম্যাচের অভিজ্ঞতা সিরিজের মূল ম্যাচে কাজে লাগবে বলে প্রত্যাশা সিনিয়র এই ক্রিকেটারের, 'আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু প্র্যাকটিস সেশন করতে চেয়েছিলাম। আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।' পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকির চোটে পড়েন মাহমুদুল হাসান জয়। তবে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাহমুদুল। ফলে আসন্ন দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না তিনি। তাই প্রথম ম্যাচে মুশফিককেও না পেলে বিপাকে পড়বে অধিনায়ক শান্ত।