১৩ বছর পর গায়ানায় টেস্ট
প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা- দুই দলের অধিনায়কই আগে ব্যাট করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। কিন্তু দিনটা ছিল বিশেষ করে ফাস্ট বোলারের, যারা ৮২.২ ওভারের মধ্যে ৬৮ ওভার বল করে নিয়েছেন ১৫ উইকেট! এদিন সব মিলিয়ে পড়েছে ১৭ উইকেট, গায়ানার এই ভেনু্যতে টেস্ট ক্রিকেটে একদিনে সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড।
সব মিলিয়ে গায়ানায় এর আগে খেলা হয়েছে দুটি টেস্ট। সবশেষ লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০১১ সালের মে মাসে। ১৩ বছর তিন মাস বিরতির পর আবার সাদা পোশাকে খেলতে নেমে প্রথম দিনটা নিজেদের করে নিলেন বোলাররা। শামার জোসেফ নিজ ঘরের মাঠে অভিষেক স্মরণীয় করলেন পাঁচ উইকেট নিয়ে। তবে অতিথি দলের ভিয়ান মুলডার ক্যারিয়ার সেরা ১৮ রানে ৪ উইকেট নিয়ে তার পারফরম্যান্সকে মাটিচাপা দিলেন। দক্ষিণ আফ্রিকার এই পেসার তার প্রথম তিন ওভারেই একটি করে উইকেট নিয়েছেন। তার সঙ্গে নান্দ্রে বার্গার তোপ দাগিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলেন।