ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডে আয়াক্স ও প্যানাথিনাকসের মধ্যকার দুই লেগ ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হয়েছিল। ফল বের করতে টাইব্রেকারে যেতে হয়েছে, সেখানেও হয়েছে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম পেনাল্টি শুটআউটের পর বিজয়ের হাসি হেসেছে আয়াক্স আমস্টারডাম। বৃহস্পতিবার রাতে ৩৪ পেনাল্টি কিকে নিষ্পত্তি হয়েছে ম্যাচ। ম্যারাথন শুটআউটে আয়াক্স ১৩-১২ গোলে জিতে পেস্ন-অফ নিশ্চিত করেছে।
গত সপ্তাহে প্যানাথিনাইকোসের মাঠে ১-০ গোলে জিতেছিল আয়াক্স। আমস্টারডামে দ্বিতীয় লেগের খেলা গোলশূন্য ড্রয়ের পথে ছিল। কিন্তু ৮৯তম মিনিটে ডাচ ক্লাব গোল হজম করে। তারপর গড়ানো শুটআউট ভেঙে দিয়েছে রেকর্ড। ইউরোপে আগের সবচেয়ে দীর্ঘতম শুটআউটের রেকর্ড হয়েছিল ২০০৭ সালে। ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৩২ পেনাল্টি কিকে ১৩-১২ গোলে ইংল্যান্ডকে হারায় নেদারল্যান্ডস।
টাইব্রেকার যে শুরু হলো, আর শেষ হওয়ার নামই নেই! চলতেই থাকল, চলতেই থাকল। শেষপর্যন্ত ৩৪ শটে গিয়ে হলো ফয়সালা। ততক্ষণে গড়া হয়ে গেল ইউরোপিয়ান রেকর্ড। ইউরোপা লিগের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাতে ম্যারাথন টাইব্রেকারে প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারায় আয়াক্স আমস্টারডাম।
সবচেয়ে বেশি শটের বিশ্বরেকর্ড গড়া হয়েছে এই গত মে মাসে। ইসরাইলের একটি তৃতীয় বিভাগের ম্যাচের ফয়সালা হয় ৫৬ শটে! এবার এই টাইব্রেকারে আয়াক্সের জয়ের নায়ক গোলকিপার রেমকো পাসভির। পাঁচটি শট ঠেকিয়ে দেন ৪০ বছর বয়সি ডাচ গোলকিপার, পাশাপাশি নিজের শটে গোলও করেন। তাদের দলেই ফরোয়ার্ড ব্রায়ান ববি দুটি শট নিয়ে কোনোটিতেই গোল করতে পারেননি।