সাফ শিরোপা জয়ের লক্ষ্যে নেপাল যাত্রা বাংলাদেশের

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
'সাফ অনূধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ' মাঠে গড়াতে যাচ্ছে আগামীকাল থেকে। দক্ষিণ এশিয়ার ছয় দলের অংশগ্রহণে নেপালে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দল হলো নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা এবং মালদ্বীপ। টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলের কোচের দায়িত্বে আছেন মারুফুল হক। শুক্রবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে নেপালের উদ্দেশ্যে দেশ ছেড়ছে বাংলাদেশ দল। তুলনামূলকভাবে সহজ গ্রম্নপেই পড়েছে বাংলাদেশ। তবে দলের কোচ মারুফুল হক তার শিষ্যদের নিয়ে অনুশীলনের জন্য খুব বেশি একটা সময় পাননি। সময় না পেলেও আত্মবিশ্বাসী তিনি। অল্প সময়েই দল ফিটনেস ফিরে পেয়েছে বিশ্বাস কোচের। দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই দলকে প্রস্তুত করার মতো কঠিন চ্যালেঞ্জ নিতে কার্পণ্য করেননি মারুফুল হক, 'আমার কাছে এটা জাতীয় দায়িত্ব। যেকোনো জাতীয় দলের সঙ্গে কাজ করতে আমার আপত্তি নেই। শুরুতে ফাইনাল খেলার লক্ষ্য ছিল। কিন্তু দুই সপ্তাহ অনুশীলনের পর ছেলেদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। শিরোপা জেতার জন্য যে নিবেদন দরকার, সেটা ওদের মাঝে দেখেছি।' শিষ্যদের প্রশংসা করে তিনি বলেন, 'আমাদের ছেলেদের ফুটবল জ্ঞান ভালো। তারা বেশ মনযোগীও। আর এখানে যারা খেলছে তাদের বেশির ভাগই নিয়মিত প্রিমিয়ার লিগে খেলে। সুতরাং নিজেদের কাজটা তারা ভালোভাবেই জানে।' বাংলাদেশ নেপাল ও শ্রীলংকাকে পেয়েছে তাদের 'এ' গ্রম্নপে। বড় কিছু না হলে বাংলাদেশের সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত। তবে স্বাগতিক নেপালকে বিশেষ চোখে দেখছেন মারুফুল হক,'নেপাল স্বাভাবিকভাবেই স্বাগতিক হওয়ার সুবিধা পাবে। নেপালে অনেকগুলো অ্যাকাডেমির ফুটবলারদের নিয়ে দল গড়েছে। যেহেতু বয়সভিত্তিক খেলা, তাই ওদের সম্পর্কে খুব ভালো ধারণা নেওয়ার সুযোগ নেই। সেখানে গেলে বোঝা যাবে কেমন দল। তবে আমাদের সেরাটা খেলেই সেমিফাইনালে যেতে হবে।' বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ২০ আগস্ট শ্রীলংকার বিপক্ষে। এরপর ২২ আগস্ট স্বাগতিক নেপালের মুখোমুখি হবে লাল-সবুজরা। ২৫ ও ২৬ তারিখে হবে দু'টি সেমিফাইনাল।২৮ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল :গোলরক্ষক :মেহেদী হাসান শ্রাবণ, মোহাম্মদ আসিফ এবং ইসমাইল হোসেন মাহিন। ডিফেন্ডার : ইমরান খান, আজিজুল হক অন্তত,  শাকিল আহাদ তপু, রাজীব হোসেন, রস্তম ইসলাম দুখু, কামাচাই মারমা এবং পারভেজ আহমেদ। মিডফিল্ডার :আসাদুল ইসলাম সাকিব, চন্দন রায়, আসাদুল মোলস্না, আশরাফুল হক আসিফ, মহসিন আহমেদ, ইফতিয়ার হোসেন, হোসেন মোহাম্মদ আরিয়ান। ফরোয়ার্ড : রাব্বী হোসেন রাহুল, ইফতাসাফ রহমান জিদান, রাজু আহমেদ জিসান, মিরাজুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মুঈনুল ইসলাম।