বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ
বাবরকে দ্রম্নত আউট করতে চান শরিফুল
'আমার মনে হয় বাবর আজম পাকিস্তানের সবচেয়ে কঠিন ব্যাটার। তাকে আমাদের প্রথমদিকেই আউট করতে হবে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম বিশ্বমানের খেলোয়াড়। আমাদেরও বোলিং লাইনআপ ভালো। তাদের বিপক্ষে আমাদের ভালো বোলিং করতে হবে। এটা আমাদের জন্য কঠিনও বটে, কারণ এটা তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে।'
প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিয়মিত অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সফরকারীরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলের হালচাল জানান টাইগার পেসার শরিফুল ইসলাম। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেছেন, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বেশ শক্ত। তবে প্রথম দিকেই বাবর আজমকে আউট করতে চান।
পরিসংখ্যান বলছে, ভেনু্যটিতে ব্যাটার ও বোলারদের কারোর একচেটিয়া প্রাধান্য নয়; বরং ভারসাম্যপূর্ণ পিচের জন্য মাঠটি বিখ্যাত। ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামের দর্শকরা সাধারণত ম্যাচজুড়ে ব্যাটার ও স্পিনারদের কার্যকরী হতে দেখে। ম্যাচের শুরুতে নতুন বলে ব্যাটাররা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হন না, স্কোরবোর্ডে রান তোলা সহজই বলা চলে।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট। খেলা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট।
ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষেই ভীষণ শক্তিশালী পাকিস্তান দল। বাংলাদেশের বিপক্ষে তো বটেই। টেস্টে পাকিস্তানের বোলিং আক্রমণের পাশাপাশি মূল তফাৎ গড়ে দেয় তাদের ব্যাটিং। বাবর আজম, শান মাসুদদের মতো পারফর্মার আছেন তাদের দলে। বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের প্রতিপক্ষ নিয়ে সেই ধারণা আছে। তিনি তাই এবার পাকিস্তানের বিপক্ষে সাফল্য পেতে বাবরকে দ্রম্নত আউট করার পরিকল্পনা নিয়েছেন।
টাইগার পেসার শরিফুল বলেন, 'আমার মনে হয় বাবর আজম পাকিস্তানের সবচেয়ে কঠিন ব্যাটার। তাকে আমাদের প্রথমদিকেই আউট করতে হবে। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম বিশ্বমানের খেলোয়াড়। আমাদেরও বোলিং লাইনআপ ভালো। তাদের বিপক্ষে আমাদের ভালো বোলিং করতে হবে। এটা আমাদের জন্য কঠিনও বটে, কারণ এটা তাদের ঘরের মাঠ। কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে এখনো পর্যন্ত তিন টেস্ট খেলেছেন বাবর। তাতে ৮০.৬৬ গড়ে ২৪২ রান তার। সেঞ্চুরি করেছেন একটি। বোঝাই যাচ্ছে বাবর বাংলাদেশকে দেন কঠিন চ্যালেঞ্জ।
এবার বাবরকে বেশি রান করতে দিতে চান না শরিফুল। পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটারকে নিজের স্বপ্নের উইকেটের তালিকায় রাখলেন তিনি, 'বাবর আমাদের বিপক্ষে ভালো খেলে। বাবর আজম আমার স্বপ্নের উইকেট, তাকে আউট করতে পারলে ভীষণ খুশি হবো। তার সঙ্গে গত বছর লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছি। সে ভালো মানুষও।'
বাবর ছাড়াও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, আব্দুলস্নাহ শফিক, মোহাম্মদ রিজওয়ানরা আছেন ব্যাটিং লাইনআপে। শরিফুল আশাবাদী তাদের বোলিং ইউনিট দিয়ে এই ব্যাটিং লাইনআপ টলাতে পারবেন, 'তারা বিশ্বমানের ব্যাটার। আমাদেরও খুব ভালো বোলিং ইউনিট আছে। আমাদেরকে লড়াই করতে হবে।'
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে এবার একটু আগেভাগেই সেখানে গিয়েছে বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের প্রস্তুত করছেন তারা। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের উইকেটে থাকতে পারে ঘাসের প্রভাব। তাতে পেস বোলারদের চাঙা হওয়ার রসদ অনেক। শুক্রবার অনুশীলন সেরে সংবাদ সম্মেলনে শরিফুল জানালেন ঘাসের উইকেট পাওয়ার প্রত্যাশার কথা, 'আমি এখনো পিন্ডির উইকেট দেখিনি। শুনেছি ঘাস রাখা হচ্ছে। আমরা কিছু ঘাস আশা করি। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।'
রাজনৈতিক পালাবদলের হাওয়া প্রভাব ফেলেছে বাংলাদেশের ক্রিকেটেও। অস্থির অবস্থার কারণে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান সফরে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটির জন্য পর্যাপ্ত প্রস্তুতির সুবিধা নিতে গত বুধবার দেশ ছাড়ে টিম টাইগার্স।
সফরকারীদের লাহোরে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শরিফুলের মন্তব্য, 'পিসিবিকে ধন্যবাদ আমাদের অনুশীলনের সুযোগ দেওয়ার জন্য। এখানে অনেক গরম। আমাদের মানিয়ে নিতে হবে।'