দেশে রাজনৈতিক পটপরিবর্তন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনটি ক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের পর ফুটবলের চলমান দলবদলের সময় কিছুটা বৃদ্ধির জন্য ফিফার কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বাফুফের আবেদনে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। বুধবার ফিফা জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই খেলোয়াড় নিবন্ধন শেষ করতে হবে।
বাফুফে থেকে জানা গেছে, প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব ক্ষতিগ্রস্ত হওয়ার পর দলবদলের বিষয়ে ফিফার গাইডলাইন চাওয়া হয়েছিল। বুধবার ফিফা জবাব দিয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই দলবদল করতে হবে। ১ জুন শুরু হয়েছে ফুটবলের দলবদল। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। ফিফার নিয়ম অনুযায়ী, ট্রান্সফার উইন্ডোর সময় সর্বোচ্চ ১২ মাস। বাফুফে ১১ মাস ২ দিন সময় দিয়ে দলবদলের তারিখ ঘোষণা করেছিল।
হাতে ৫ দিন সময় থাকলেও বাড়ানোর সুযোগ নেই। কারণ, ঘোষিত দলবদলের সময় পরিবর্তন করা যাবে না।