১ হাজার ২৩১ কোটি টাকায় অ্যাটলেটিকোয় আলভারেজ
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও হয়ে গেল। ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। ২৪ বছর বয়সি এই তারকাকে ছয় বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে লা লিগার দলটি। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে অ্যাটলেটিকোর খরচ হবে সাড়ে ৭ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে সাড়ে ৯ কোটি ইউরো।
ম্যানচেস্টার সিটিতে দুই বছর কাটিয়েছেন। তবে আরলিং হালান্ডের কারণে শুরুর একাদশে তার জায়গা হতো খুব কমই। যেটুকু সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরেছেন। অবশেষে ম্যানসিটি ছাড়ছেন জুলিয়ান আলভারেজ, সোমবার নিশ্চিত করেছে ক্লাবটি। নতুন গন্তব্য লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের ইতিহাসে রেকর্ড দামেই বিক্রি করেছে ম্যানসিটি। একটি সূত্র 'ইএসপিএন'কে জানিয়েছে, আলভারেজকে অ্যাটলেটিকোতে পাঠানোর বিনিময়ে ৮২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২৩১ কোটি টাকা!