দীর্ঘ ৩২ মাস পর পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
প্রকাশ | ১৪ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ ৩২ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল। যদিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের এই দুই ম্যাচের সিরিজে টাইগাররা জয়ের স্বপ্ন দেখলেও সমীকরণের দিক দিয়ে এগিয়ে মেন ইন গ্রিন। একাধিকবার জয়ের সম্ভাবনা জাগালেও এখন পর্যন্ত মোট ১৩ বারের দেখায় ১২ ম্যাচে হেরেছে লাল-সবুজ আর ড্র করেছে একটিতে।
বাংলাদেশ টেস্টে সবশেষ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ২০২১ সালে। ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে টাইগাররা হয়েছিল হোয়াইটওয়াশ। মেন ইন গ্রিনদের বিপক্ষে সমীকরণও খুব খারাপ লাল-সবুজের। দীর্ঘ ৩২ মাস পর আবারও তাদের সঙ্গে লাল বলের লড়াই শান্ত-মিরাজদের।
২০০১ সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলে আসছে বাংলাদেশ। মেন ইন গ্রিনদের সঙ্গে মোট ১৩টি টেস্ট খেলেছে লাল-সবুজ। তবে, বাংলাদেশ কখনও দেখেনি জয়ের মুখ। এখন পর্যন্ত ১২ হারের বিপরীতে টাইগারদের প্রাপ্তি মাত্র এক ম্যাচে ড্র। যদিও লাল-সবুজদের সামনে জয়ের সুযোগ এসেছিল একাধিকবার।
২০০৩ সালে মুলতান টেস্টে ২৬১ রানের টার্গেটে পাকিস্তানকে বেশ চাপেই ফেলেছিল খালেদ মাসুদ সুজনের দল। তবে রশিদ লতিফের এক বিতর্কিত ক্যাচ আর ইনজামাম-উল হকের দুর্দান্ত ইনিংস বাঁচিয়ে দেয় মেন ইন গ্রিনদের। ১৬৪ রানে ৭ উইকেট হারানোর ১৩৮ রানে অপরাজিত থেকে পাকিস্তানকে এনে দেন ১ উইকেটের জয়। সঙ্গে প্রথম টেস্ট জয়ের স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।
বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে একমাত্র ড্র করেছিল ২০১৫ সালের খুলনা টেস্টে। সেই ম্যাচেও অবশ্য জয় পেতে পারতো টাইগাররা। তবে বোলাররা দিতে পারেননি দায়িত্বের পরিচয়। যদিও সেই টেস্ট দিয়ে ইতিহাসের পাতায় নাম উঠিয়েছিল লাল-সবুজ। তৃতীয় ইনিংসে ওপেনিংয়ে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের করা ৩১২ রানের পার্টনারশিপ টেস্টে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রথম। এর আগে ১৯৬০ সালে তৃতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ২৯০ রান করেছিলেন ইংল্যান্ডের জিওফ পুলার ও কলিন কাউড্রে।
এবার আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়ে পাকিস্তান গিয়েছে শান্তর দল। এখন দেখার অপেক্ষায় ২৩ বছরের ইতিহাস বদলাতে পারেনি কি না টাইগাররা। আগামী ২১ আগস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।