শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

দোয়া চেয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল -ওয়েবসাইট

কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সিরিজটি সামনে রেখে সপ্তাহখানেক ধরেই ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সোমবার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন তাসকিনও। যদিও একটি মাত্র টেস্ট খেলবেন তিনি। ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার জানিয়েছেন নিজের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে।

তাসকিন বলেন, 'অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আলস্নাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম-বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।'

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন বলেন, 'দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই। আলস্নাহ ভরসা ইনশাআলস্নাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআলস্নাহ দোয়া করবেন।'

টেস্ট থেকে সাময়িক বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়েই ফিরতে চেয়েছিলেন তাসকিন আহমেদ। সেভাবেই তাকে রাখা হয়েছে স্কোয়াডে। তবে ফিরলেও প্রথম টেস্ট খেলার মতন অবস্থায় নেই তিনি। দ্বিতীয় টেস্টে তিনি যাতে খেলতে পারেন সেজন্য 'এ' দলের হয়ে চার দিনের ম্যাচে রাখা হয়েছে। পাকিস্তান সফরের দল ঘোষণার বিবৃতিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, লম্বা সময় লাল বলের খেলা থেকে বাইরে থাকা তাসকিনের জন্য আরেকটু প্রস্তুতির দরকার।

পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ 'এ' দল চলে গেছে আগেই। সেখানে তারা খেলবে দুটি চার ও একটি তিন দিনের ম্যাচ।

কাঁধের চোটে থাকা তাসকিন ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট খেলবে। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না।

প্রধান নির্বাচক জানান তাসকিনের বিষয় মাথায় রেখেই পাঁচজন পেসার স্কোয়াডে নিয়েছেন তারা, 'আমরা এটি মাথায় রেখে দলে পাঁচ পেসার নিয়েছি যে, তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবে। গত বছরের জুনের পর সে টেস্টে আর বোলিং করেনি। আমরা তাকে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে সে দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলার ছন্দ পেতে পারে।'

টেস্ট স্কোয়াডে থাকা পেসারদের কেউ কি 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজেও পরে যোগ দিতে পারেন বলে জানান তিনি, 'এছাড়া পেসারদের কয়েকজন হয়তো (পাকিস্তান 'এ' দলের বিপক্ষে) ওয়ানডে সিরিজের জন্য 'এ' দলে যোগ দেবে। তাই আমাদের ব্যাকআপ প্রয়োজন। আমাদের আক্রমণে বৈচিত্র্য আছে, যারা জোরে বল করতে পারে এবং সুইংও করাতে পারে। বিশ্বমানের ব্যাটসম্যানদের বিপক্ষে তাদের পারফর্ম করতে দেখার অপেক্ষায় আছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে