শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাকিস্তান সফরে সাকিবের ক্ষেত্রে রাজনৈতিক বিষয় আমলে নেওয়া হয়নি!

ক্রীড়া প্রতিবেদক
  ১৩ আগস্ট ২০২৪, ০০:০০
সাকিব আল হাসান

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে ক্রিকেট বোর্ডে (বিসিবি) অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদী সবাই। সেই সঙ্গে অনেকে মনে করেছিলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচিত সাংসদ হওয়ায় সাকিব আল হাসানেরও কপাল পুড়তে চলেছে। কিন্তু সাকিব জায়গা করে নিয়েছেন পাকিস্তান সিরিজের টেস্ট দলে।

দেশের সব রাষ্ট্রীয় পদ থেকে শীর্ষ কর্মকর্তাদের যখন পদত্যাগের হিড়িক পড়ে গেছে, তখন বিসিবির নির্বাচক প্যানেল সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয়-পদবি ভুলে গিয়ে পাকিস্তান সফরের টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দাবি, সাকিবকে মেধার ভিত্তিতে নেওয়া হয়েছে। অথচ গত বছরে অনুষ্ঠিত টেস্ট ম্যাচগুলোতে সাকিবকে বেছে বেছে খেলতে দেখা গেছে।

আগামী ২১ ও ৩০ আগস্ট পাকিস্তানের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে রোববার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার সংবাদ সম্মেলনে সাকিবের দলে জায়গা পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। সাকিবের ক্ষেত্রে রাজনৈতিক বিষয় আমলে নেওয়া হয়নি বলে জানান তিনি, 'আমার মনে হয় যে, রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে, এখানে পরিবর্তনও আসবে। আমাদের বিসিবির সিলেকশন কমিটির কাছে যে ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া (পারফরম্যান্স) অনুযায়ী আমরা কাজ করে যাব।'

অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব? ব্যাখ্যা হিসেবে লিপু বললেন, 'এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন।'

দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছিলেন, 'এ সংস্করণের (টেস্ট) সেরা খেলোয়াড়দের বেছে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এটা ভারসাম্যপূর্ণ দল। মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং সাকিব আল হাসানরা ২১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার বিচারে তাদের বিকল্প কেউ নেই।'

লিপু আরও বলেন, 'সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশের একজন টপ পেস্নয়ার। আপনারা ফোন করেছেন অনেকে, আমরাও ভেবেছি। ও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়ও। তার সিলেকশনটা হয়েছে খেলার মেধার ওপরে। সেক্ষেত্রে আমরা যা করি, তাই করেছি। আগামীতেও আমরা প্যানেলে থাকলে মেধাটাকেই গুরুত্ব দেব।'

ছাত্র-জনতার গণ-অভু্যত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকার। তার আগে প্রায় এক মাস শিক্ষার্থীরা আন্দোলন করেন। আন্দোলনে হাজার হাজার মানুষ হতাহত হন। তবে এই বিষয়ে মুখ না খোলায় সমালোচিত হন সাকিব আল হাসান। দেশ যখন আন্দোলনে উত্তাল তখন কানাডায় গেস্নাবাল টি২০ লিগ খেলছিলেন এ অলরাউন্ডার। সেখানে একজন বাংলাদেশি দর্শক তাকে আন্দোলনের বিষয়ে প্রশ্ন করলে সাকিব পাল্টা প্রশ্ন করেন, দেশের জন্য আপনি কী করেছেন? ওই ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন সাকিব। অনেকেই দাবি তোলেন তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। দলে আছেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও ?মুমিনুল হক।

গত ৬ বছরে সাকিব আল হাসান খেলেছেন মোটে ১৬টি টেস্ট ম্যাচ। যে কারণে টেস্ট সিরিজ আসলেই জল্পনা-কল্পনা শুরু হয় তাকে নিয়ে। জাতীয় দলকে বলতে গেলে নিজের খেয়ালখুশির জায়গা বানিয়ে ফেলেছিলেন টাইগার এই ক্রিকেটার। নিজের মন মর্জিমতো খেলেছেন। এমনকি টেস্ট ম্যাচ আসলে বিশ্রামের কথা বলে ম্যাচ না খেলার অভিযোগও রয়েছে সাকিবকে নিয়ে।

চলতি বছরে ৮টি টেস্ট ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। যার সবগুলোই খেলবেন তিনি এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

লিপু বলেন, 'আমরা যে আটটি টেস্ট ম্যাচ খেলব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ডিসেম্বরে যা শেষ হবে তিনি সবগুলোতেই অ্যাভেইলেবল থাকবেন। তিনি নিয়মিতভাবেই অনুশীলন সেশনে আসবেন। অনুশীলন সেশনে খেলোয়াড়, বিদেশি কর্মকর্তা সবারই নিরাপত্তার একটা ব্যাপার থাকবে। বর্তমান পরিস্থতির আলোকে সেটা দেশকে নিশ্চিত করতেই হবে। সাকিব দেশের একজন শীর্ষ খেলোয়াড়।'

লিপু নিশ্চিত করেছেন রাজনীতিতে নাম থাকলেও সাকিব খেলছেন মেধার ভিত্তিতে, 'সাকিব যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আমরা তাকে নিয়ে ভেবেছি। তার সিলেকশনটা হয়েছে তার খেলার মেধার ওপরে। সেক্ষেত্রে যা আমরা সবসময় করি সেটাই করেছি। প্রত্যেকটা পেস্নয়ার যেভাবে সুযোগ পায় তিনিও সেভাবে পেয়েছেন। আমি যদি সিলেকশন প্যানেলে থাকি আমরা সবসময় মেধাটাকেই গুরুত্ব দেব।'

এদিকে পেসার তাসকিন আহমেদ গত বছরের জুন থেকে টেস্ট দলে নেই। তাকে দলে নেওয়া হয়েছে শুধু দ্বিতীয় টেস্টের জন্য। তার আগে পাকিস্তান এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে নিজেকে প্রস্তুত করবেন এ পেসার। তাসকিনসহ পাকিস্তান সফরের দলে সুযোগ পেয়েছেন ৫ পেসার।

গাজী আশরাফ বলেন, 'তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা পাঁচ পেসারকে দলে নিয়েছি। আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্যতা রাখা হয়েছে। যারা গতি ও সুইং বজায় রেখে বল করতে পারে। আমি বিশ্বমানের ব্যাটসম্যানদের বিপক্ষে তাদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।'

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে