গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেখানে হতাশাজনক পারফরম্যান্স করে অনেক সমালোচনার মুখে পড়েছিল দল। জিতেছিল কেবল দুটি ম্যাচ, হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও।
রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, 'ক্রিকেট অপারেশন্স এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে। সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে ৫০ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বণ্টন হয় সেই টাকা এখনো পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি।' দেবব্রত ক্ষোভ জানিয়ে আরও বলেন, 'আম্পায়ার্স কমিটিসহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল। এরপরও আমি যেটা বললাম যে ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা। কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখানে ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টে আগের চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আজকে মোর্শেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনো পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টে এ নাই। এমন একটা বৈষম্যের শিকার করা এগুলো কখনো হইতে পারে না।'