শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ব্রাজিলকে কাঁদিয়ে মেয়েদের ফুটবলে যুক্তরাষ্ট্রের সোনা

ক্রীড়া ডেস্ক
  ১২ আগস্ট ২০২৪, ০০:০০
প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল ডিসিপিস্ননে সোনার লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে গোল করায় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্রের নারী খেলোয়াড়রা -ওয়েবসাইট

প্যারিস অলিম্পিক ফুটবলে ব্রাজিলের ছেলেদের দল আসতে না পারলেও মেয়েরা দেখাচ্ছিল দাপট। কিংবদন্তি মার্তাকেও সোনার পদক দিয়ে বিদায়ের আশায় ছিল তারা। এমনকি স্বর্ণ জয়ের কাছেও চলে গিয়েছিল ব্রাজিলের মেয়েরা। তবে ফাইনালের মঞ্চে যুক্তরাষ্ট্রের কাছে ধরাশায়ী হয়েছে তারা। যদিও ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলেও গোল পেল না ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়ার পর বদলি নামলেন কিংবদন্তি মার্তা। কিন্তু তিনিও পারলেন না দলকে কক্ষপথে ফেরাতে।

ব্রাজিলের স্বপ্ন গুঁড়িয়ে অলিম্পিক ফুটবলে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হলো রেকর্ড শিরোপাধারী যুক্তরাষ্ট্র। পিএসজির মাঠে শনিবার রাতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে ম্যালি সোয়ানসনের করা গোলটি আগলে রেখে ২০১২ সালের পর মুকুট ফিরে পেয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। আগে থেকেই অলিম্পিকের এই ইভেন্টে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। এবার ম্যালি, সোফিয়ারা রেকর্ডটাকে তুলে ধরলেন আরও উঁচুতে।

মেয়েদের ফুটবলে অলিম্পিকে সোনা জেতার কাছে গিয়ে বারবার যুক্তরাষ্ট্রের কাছেই ধরাশায়ী হয়ে আসছে ব্রাজিল। এবারও হলো তাই। তিনবার তারা ফাইনাল হারল একই প্রতিপক্ষের কাছে। তিনবারই মাঠে ছিলেন মার্তা। কিংবদন্তি এই ফুটবলারের এটি ছিল ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায় বেলাতেও তাকে হতে হলো হতাশ। ম্যাচ হেরে হতাশায় ভেঙে পড়েন মার্তা। তাকে সান্ত্বনা দিতে এগিয়ে যান সতীর্থরা, প্রতিপক্ষের খেলোয়াড়রাও এসে মার্তাকে দিয়েছেন সান্ত্বনা। আর ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া গোলটি আসে ৫৫ মিনিটে। বক্সের ভেতর নিখুঁত শটে বল জালে জড়িয়ে আনন্দে ভাসেন সোয়ানসন। ব্রাজিল ম্যাচে ফেরার চেষ্টা বেশ ভালো কয়েকটি সুযোগ তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের গোলরক্ষকের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি তারা।

২০০৮ সালের পর প্রথমবারের মতো এই ইভেন্টের ফাইনালে উঠল ব্রাজিল। কিন্তু এবারও সোনার হাসি সঙ্গী হলো না তাদের। দলটির রেকর্ড গোলদাতা মার্তাকেও অলিম্পিকস শেষ করতে হলো আক্ষেপ নিয়ে। কার্ডের খাঁড়ায় দুই ম্যাচ নিষিদ্ধ থাকা মার্তাকে বেঞ্চে রেখে সেরা একাদশ সাজান ব্রাজিল কোচ। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলের পসরা মেলা দলটি। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা কিন্তু সতীর্থের থ্রম্ন পাস ধরে লুদমিলার শট আটকান গোলরক্ষক এলিশা নায়ের।

চার মিনিট পর যুক্তরাষ্ট্রের সোফিয়া স্মিথের শট ফেরান ব্রাজিল গোলরক্ষক লোরেনা। ষোড়শ মিনিটে জালে বল জড়িয়ে উদযাপনে মেতেছিলেন লুদমিলা কিন্তু এবার তার হাসি মিলিয়ে যায় অফসাইডের পতাকা ওঠায়। বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে এগিয়ে থাকা ব্রাজিল প্রথমার্ধের যোগ করা সময়েও পেয়েছিল ভালো সুযোগ। কিন্তু বক্সের ভেতর থেকে গাবি পোর্থিওর দারুণ শট ফিরিয়ে যুক্তরাষ্ট্রের ত্রাতা এলিশা। ৫৯ মিনিটে সতীর্থের থ্রম্ন পাস ধরে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন সোয়াসোন। এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

তবে এর একটু পর লুদমিলাকে তুলে দলের সর্বোচ্চ গোলদাতা মার্তাকে নামান ব্রাজিল কোচ। বদলি নামা মার্তা অবশ্য ছিলেন নিজের ছায়া হয়ে। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপালস্নার শটে চেষ্টা করেছিলেন 'স্কার্ট পরা পেলে' খ্যাত এই ফরোয়ার্ড, কিন্তু গোল মেলেনি। প্যারিসের আসরই নিজের শেষ অলিম্পিক-টুর্নামেন্টের আগেই বলেছিলেন মার্তা। কিন্তু আসর রাঙাতে পারলেন না ৩৮ বছর বয়ফহ ব্রাজিলের এই ফরোয়ার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে