ম্যারাথনে সোনা জিতলেন ইথিওপিয়ার তোলা

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিকে ছেলেদের ম্যারাথনে সোনা জিতেছেন ইথিওপিয়ার তামিরাত তোলা -ওয়েবসাইট
প্যারিস অলিম্পিকে ছেলেদের ম্যারাথনে ইথিওপিয়াকে সোনা জেতালেন এমন একজন যিনি শুরুতে দলেই ছিলেন না! ছিলেন না সোনা প্রত্যাশীদের তালিকাতেও। ইথিওপিয়ার দলে প্রাথমিকভাবে সিসে লিমা ছিলেন প্রার্থী। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে তার বাদ পড়ায় তখন ডাক পড়ে তামিরাত তোলার। ৩২ বছর বয়সি তোলা অবশ্য গত বছর নিউ ইয়র্ক ম্যারাথনে রেকর্ড গড়ে বিজয়ী হয়েছিলেন। অলিম্পিক ম্যারাথনে ইথিওপিয়ান হিসেবে ২৪ বছরে প্রথম সোনা জয়ের নজির গড়েছেন তিনি। তামিরাত তোলা সোনা জিততে সময় নেন ২ ঘণ্টা ৬ মিনিট ২৬ সেকেন্ড। বেলজিয়ামের বাশির আবদি জিতেছেন রুপা। টোকিওতে আবদি ব্রোঞ্জ জিতেছিলেন। কেনিয়ার বেনসন কিপরুতো জিতেছেন ব্রোঞ্জ। এই ইভেন্টে টানা তৃতীয় সোনা জয়ের আশায় থাকা কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ কেনিয়ান ইলুইদ কিপচোগে হয়েছেন ব্যর্থ। ৩৫ কিলোমিটার মার্কে ১৮ সেকেন্ড এগিয়ে ছিলেন তোলা। তার পর আইফেল টাওয়ার চোখের সামনে ভেসে উঠতেই সেই অগ্রগামিতা আরও বাড়িয়ে নিয়েছেন।