নেপালে পালালেন হকির সাঈদ

প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের পর নেপালে পালিয়ে গেছেন ক্যাসিনোকান্ডে পলাতক থাকা হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। এবার হকি দলের ম্যানেজার হয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছেন ক্যাসিনো সম্রাটখ্যাত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। আগামী ২১ আগস্ট প্রশিক্ষণ ও প্রস্তুতি টুর্নামেন্ট খেলতে দুই মাসের জন্য জার্মানি যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ হকি দলের। সেই দলের ম্যানেজার হিসেবে নাম দেওয়া হয়েছে সম্রাটের। অথচ তিনি হকি অঙ্গনের কেউ নন এবং নানাভাবে বিতর্কিত ও সমালোচিত। ২০১৯ সালে ক্যাসিনোকান্ডে তিনি গ্রেপ্তার হন। এরপর ২০২২ সালে দুর্নীতি, অর্থপাচারসহ চার মামলায় জামিন পান। জার্মানগামী ৩০ সদস্যের দলে তার নাম দেওয়া হয়েছিল। যদিও এখন জাতীয় দলের জার্মান যাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক বলেন, 'ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীপ্রধানের মাধ্যমে এরই মধ্যে জার্মান দূতাবাসে জানানো হয়েছে, তাদের (ইসমাইল ও অন্য কর্মকর্তারা) যেন ভিসা না দেওয়া হয়। তবে খেলোয়াড়রা যেতে পারবে বলে আশা করি।'