শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সোনার পদক পোষা কুকুরকে উৎসর্গ করলেন রওয়েন্ডাল

ক্রীড়া ডেস্ক
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
সোনার পদক পোষা কুকুরকে উৎসর্গ করলেন রওয়েন্ডাল

'রিও'- কোনো নদী বা কোনো মানুষের নাম নয়। প্রিয় কুকুরকে এই নামেই ডাকতেন নেদারল্যান্ডসের দূরপালস্নার সাঁতারু শেহন ফন রওয়েন্ডাল। গত মে মাসে মারা যায় রিও। তাকেই প্যারিস অলিম্পিকে জেতা সোনার পদক উৎসর্গ করলেন ফন রওয়েন্ডাল। সেন নদীতে মেয়েদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪ দশমিক ২ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন ফন রওয়েন্ডাল। অলিম্পিকসে এটি তার দ্বিতীয় সোনা ও সব মিলিয়ে তৃতীয় পদক। ২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকসেও এই ইভেন্টে সোনা জিতেছিলেন ফন রেওয়েন্ডাল। টোকিওর গত আসরে পেয়েছিলেন রুপা। প্যারিসে ২ ঘণ্টা ৩ মিনিট ৪৭ দশমিক ৭ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন রুপা ও ইতালির জিনেভেরা তাদৌচ্চি ২ ঘণ্টা ৩ মিনিট ৪২ দশমিক ৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্চ জিতেছেন। গত মে মাসে মারা যায় ফন রেওয়ান্ডালের প্রিয় কুকুরটি। প্যারিসে সোনা জয়ের পর সেসময়ের স্মৃতিও আওড়েছেন তিনি, '(রিও মারা যাওয়ার পর) তিন সপ্তাহ আমি সাঁতারে কোনো মনোযোগই দেয়নি, সে ছিল আমার ছোট্ট বাচ্চা। এই ইভেন্টে নামার সময় মনে হয়েছিল, চেষ্টা করা যাক, আমি রিওর জন্য হৃদয়ের সবটুকু দিয়ে সাঁতরাবো এবং আমি পেরেছি; রিওর জন্য সোনা জিতেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে