শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ

ক্রীড়া প্রতিবেদক
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
বাফুফে থেকে সালাম মুর্শেদীর পদত্যাগ

বাফুফের সিনিয়র সহসভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সালাম মুর্শেদী ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাফুফের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শুরু থেকে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানও ছিলেন তিনি। তবে চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন এই সাবেক ফুটবলার। কিছু দিন আগে আর্থিক কেলেংকারির দায়ে ফিফা বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বাফুফের একাধিক কর্মকর্তাকে। সবশেষ গত মে মাসে বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটির এথিকস কমিটি ১০ হাজার সুইস ফঁ্র্যা জরিমানা করে মুর্শেদীকেও। দেশের ক্ষমতার পালাবদলের পর ক্রীড়াঙ্গনেও উঠতে শুরু করেছে পরিবর্তনের দাবি। ক'দিন আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি করে সংস্থাটির ভবনের সামনে অবস্থান নেয় ফুটবলের একটি ফ্যান গ্রম্নপ। এই ডামাডোলের মধ্যে বাফুফের সিনিয়র সহসভাপতির পদ ছাড়লেন মুর্শেদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে