স্বাধীনবাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেল আর নেই
প্রকাশ | ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ক্যানসারে ভুগছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠকদের একজন সাইদুর রহমান প্যাটেল। শেষ পর্যন্ত হার মানলেন তিনি। গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন প্যাটেল। এমন প্রতিকূল সময়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে সরব ছিলেন তিনি। তার মৃতুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
গত ২০ জুলাই ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনের সময় চলমান প্রাণঘাতীর খবর নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, 'সেভ বাংলাদেশ স্টুডেন্ট।' এরপর ২৭ জুলাই হাসপাতালের বিছানায় শোয়া ছবির পাশে মেট্রো স্টেশনের আগুন জ্বলা ছবি পোস্ট করে লিখেছিলেন, 'এমন দৃশ্য বেঁচে থেকে দেখে যাবো, তা স্বপ্নেও কখনও ভাবিনি।'
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের লক্ষ্যে একঝাঁক স্বাধীনতাকামী ও সাহসী ফুটবলার এবং ফুটবল কর্মকর্তা দল গঠন করে ভারতের বিভিন্ন প্রান্তে খেলেছিলেন ১৬টি ম্যাচ। সেই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ দিয়েছিলেন মুক্তিযুদ্ধের তহবিলে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময় স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেসময় প্যাটেল শুনিয়েছিলেন কীভাবে গড়ে উঠেছিল স্বাধীন বাংলা ফুটবল দল।