শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পাকিস্তান সফরের আগে সাইফউদ্দিন চেয়েছেন দুই মাসের ছুটি

ক্রীড়া প্রতিবেদক
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
টাইগার পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মোহাম্মদ সাইফউদ্দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। যার ফলে ভেঙে পড়েছেন তিনি। তাই 'এ' দলের হয়ে পাকিস্তান সফরে যেতে চান না ২৭ বছর বয়সি তারকা পেস অলরাউন্ডার। দু'মাসের ছুটি চেয়ে নির্বাচকদের কাছে আবেদন করেছেন সাইফউদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

সম্প্রতি প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের এ পেস অলরাউন্ডার। দেশে প্রায় একমাস ধরে অস্থিরতা বিরাজ করায় সময়মতো পাননি কানাডার ভিসা। যার ফলে কানাডার গেস্নাবাল টি২০তে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলার সুযোগ হাতছাড়া হয়।

এর আগে বিশ্বকাপেও দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের। বিসিবির সূত্র জানিয়েছে, এ ক্রিকেটার গত ৩০ জুলাই দুই মাসের ছুটি চেয়েছেন। এখন তার জায়গায় অন্য কাউকে নিতে হবে বলেও জানানো হয়।

অর্থাৎ ১০ আগস্ট পাকিস্তানগামী বাংলাদেশ 'এ' দলের সফরসঙ্গী হতে পারছেন না সাইফ। বাংলাদেশ 'এ' দল পাকিস্তানে গিয়ে শাহিন্সদের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে ১৩ আগস্ট থেকে। ২০ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সাইফউদ্দিন এই দলের স্কোয়াডে ছিলেন।

বিপিএলের সবশেষ আসরে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম করে সাইফউদ্দিন মূলত সদ্য শেষ হওয়া টি২০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগান। ফরচুন বরিশালের হয়ে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ শিকারি। তবে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে খারাপ করায় বিশ্বকাপের বিমানের টিকিট হাতছাড়া হয় এই পেস অলরাউন্ডারের। যার ফলে অনেকটাই হতাশ হয়েছিলেন তিনি।

শোনা যাচ্ছে, সাইফউদ্দিনের পরিবর্ত পেসার তাসকিন আহমেদকে পাকিস্তানে পাঠানো হতে পারে। তাসকিন অবশ্য সম্প্রতি লাল বলের ক্রিকেটকে খানিকটা এড়িয়েই চলছেন। সবশেষ শ্রীলংকার বিপক্ষে টেস্টে না খেলার কথা জানান তিনি। সে সময় কারণ হিসেবে চোট থেকে নিজেকে দূরে রাখার কথা জানিয়ে ছিলেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে তাসকিনকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে