শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ইতিহাস গড়ে অবসরের ঘোষণা দিলেন হ্যারিংটন

ক্রীড়া ডেস্ক
  ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
ইতিহাস গড়ে অবসরের ঘোষণা দিলেন হ্যারিংটন

দিনের শেষ সোনা জিতলেন আয়ারল্যান্ডের কেলি হ্যারিংটন। ৬০ কেজি ওজন শ্রেণিতে মেয়েদের বক্সিংয়ে টানা দুই অলিম্পিকে সোনা জিতে কীর্তিও গড়েছেন তিনি। প্রথম আইরিশ নারী হিসেবে টানা দুই অলিম্পিকে সোনা জিতেছেন। ইতিহাস গড়ে অবশ্য সঙ্গে সঙ্গে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান আরটিইতে তিনি বলেছেন, 'এটাই ছিল আমার শেষ উলস্নাস করার মুহূর্ত। এখানেই ইতি টানছি। সব সময়ই বলেছি, চ্যাম্পিয়ন হয়েই অবসর নিতে চাই।' ফাইনালে হ্যারিংটন ৪-১ ব্যবধানে চীনের ওয়েনলু ইয়াংকে হারিয়েছেন। আইরিশ নারী এই বক্সার মনে করেন, তার কীর্তি তরুণ প্রজন্মকে প্রেরণা জোগাবে, 'তরুণ প্রজন্মের মাঝে এটা আশা জাগাবে। আইরিশ জনগণের মাঝে আশা জাগাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে