স্পেনকে উড়িয়ে ফাইনালে ব্রাজিলের মেয়েরা

প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গ্রম্নপ পর্বের ছন্দহীনতা কাটিয়ে নকআউট পর্বে দারুণ পথচলা ধরে রাখল ব্রাজিলের মেয়েরা। প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবল ইভেন্টের সেমিফাইনালে তারা স্পেনকে উড়িয়ে দিয়ে উঠল ফাইনালে। মার্শেইয়ে মঙ্গলবার রাতে স্পেনকে ৪-২ গোলে হারিয়ে ২০০৮ সালের পর প্রথমবারের মতো এই ইভেন্টের ফাইনালে উঠল ব্রাজিল। একই সঙ্গে মধুর প্রতিশোধও নেওয়া হলো তাদের। কারণ গ্রম্নপ পর্বেই নিজেদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। গ্রম্নপ পর্বে স্পেনের বিপক্ষের সেই ম্যাচে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া মার্তা খেলতে পারেননি সেমি-ফাইনালেও। রেকর্ড গোলদাতাকে ছাড়াই দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। ফলে দলটির মতো আজও সোনা জয়ের স্বাদ না পাওয়ার কিংবদন্তি মার্তার সামনেও সুযোগ থাকছে হতাশার বৃত্ত ভাঙার। লক্ষ্যপূরণের পথটা অবশ্য ব্রাজিলের জন্য মসৃণ নয় মোটেও। আগামী শনিবার পার্ক দে প্যারিস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতার রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। প্রথম সেমিফাইনালে সোফিয়া স্মিথের যোগ করা সময়ের গোলে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। ২০১২ সালের পর এই ইভেন্টের সোনার মুকুট ফিরে পাওয়ার পাশাপাশি রেকর্ডটাকে আরও উঁচুতে তোলার হাতছানি এখন তাদের সামনে। সেরা চারের লড়াইয়ে স্পেনের শুরুটা হয় বাজে। ষষ্ঠ মিনিটে ইরেনে পারেদেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েলে পোর্তিও। ৭১তম মিনিটে আদ্রিয়ানা দি সিলভা ব্যবধান আরও বাড়ানোর পর স্পেন ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় ৮৫তম মিনিটে; সালমা পারাইউলোর গোলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেরোলিন ফেরাজের গোল ব্রাজিলকে রাখে অনায়াস জয়ের পথে। শেষ দিকে সালমার দ্বিতীয় গোলটি তাই স্পেনের হারের ব্যবধানই কেবল কমায়। ২০১৬ সালে প্রথম ও সবশেষ এই ইভেন্টের সোনা জেতা জার্মানির মেয়েরা শুক্রবার লিওঁতে ব্রোঞ্জ পাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেনের।